নিজস্ব প্রতিবেদক:
ব্রিকস জোটের নেতৃত্বাধীন নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) আগামী এক বছরে বাংলাদেশকে ১ বিলিয়ন তথা ১০০ কোটি ডলার তহবিল সহায়তা দেবে বলে জানিয়েছেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকায় অনুষ্ঠানরত বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনের এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, এরই মধ্যে এনডিবি বাংলাদেশে প্রায় ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষেরও (বেজা) নির্বাহী চেয়ারম্যানের দায়িত্বে থাকা চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, তিনি মঙ্গলবার ব্রিকস-এর ভাইস প্রেসিডেন্ট ও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন।
'তারা [ব্রিকস] বাংলাদেশ সম্পর্কে অনেক পজেটিভ [ইতিবাচক] ধারণা প্রকাশ করেছে। সম্প্রতি ওয়াসার সঙ্গে তারা একটি প্রকল্প শুরু করেছে। তারা শুধু সরকারি খাত নয়, বেসরকারি খাতেও অর্থায়ন করতে চায়,' বলেন তিনি।
তিনি আরও বলেন, 'আমরাও তাদের বোঝানোর চেষ্টা করেছি যে, হাসপাতাল, হাউজিংসহ সামাজিক অবকাঠামোতেও তাদের তহবিল সরবারহ করার সুযোগ রয়েছে।'
চৌধুরী আশিক মাহমুদ বলেন, 'আমেরিকা থেকে একটি বড় ব্যবসায়ী প্রতিনিধি দল এসেছেন। তাদের মধ্যে কয়েকজন আজ জাপানি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন।'
আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টা তার বাসভবনে আমেরিকান বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করবেন বলে জানান তিনি।
'বৈঠকে বিনিয়োগের সুযোগ-সুবিধা, কীভাবে তাদের আরও সহায়তা করা যায় এবং কীভাবে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ আকর্ষণ করা যেতে পারে—এসব বিষয় নিয়ে আলোচনা হবে।'
এমআই