জুয়েল হোসেন, শেকৃবি প্রতিনিধি:
আট দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শেরেবাংলা নগর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বুধবার ( ৯ এপ্রিল) সকাল ১০টায় ইনস্টিটিউট প্রাঙ্গণে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করছেন।
দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা। কর্মসূচিতে সাতশতাধিক সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
শিক্ষার্থীদের দাবিগুলো হল- ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহনের সুযোগ দিতে হবে।
উপসহকারী কৃষি কর্মকর্তা কে দ্বিতীয় শ্রেনীর কর্মচারী হিসেবে গেজেট করে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং প্রতি বছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূরীকরণ করতে হবে।
কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডি.এ.ই এর অধিনস্থ থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করতে হবে।
সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারি বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদ দের জন্য সংরক্ষিত করতে হবে।
ডিপ্লোমা কৃষিবিদ দের বেসরকারী চাকুরীর ক্ষেত্রে ন্যূনতম ১০ম গ্রেডের পে-স্কেলে বেতন দিতে হবে।
কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের কে মাঠ সংযুক্তি ভাতা প্রদান করতে হবে।
উপসহকারী কৃষি কর্মকর্তা-দের চাকুরীতে প্রবেশের পর ৬মাসের ফাউন্ডেশন ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে।
এ বিষয়ে পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী আব্দুল্লাহ আল সাঈদ বলেন, সারাদেশের কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা বিভিন্নভাবে তাদের ন্যায্য অধিকার, নিয়োগ , উচ্চ শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে বঞ্চিত হয়ে আসছে। তার প্রেক্ষিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা নিজেদের আট দফা দাবি চূড়ান্ত করে গত আগষ্ট মাস থেকে কৃষি মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করেন। শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি ও আলোচনা সভা করেন। কিন্তু তারা এখন পর্যন্ত সরকার থেকে কোনো লিগ্যাল নোটিশ না পাওয়ায় নিজেদের অধিকার আদায়ের জন্য এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি আরো বলেন, সারাদেশে কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলনের ব্যানারে তারা আন্দোলনের ডাক দিয়েছেন। তারই ধারাবাহিকতায় গত রবিবার থেকে শেরেবাংলা নগর, ঢাকা এটিআইয়ের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে।
এমআই