এম.পলাশ শরীফ, বাগেরহাট:
বাগেরহাটের মোরেলগঞ্জে লক্ষিখালী শ্রী শ্রী গোপাল চাঁদ সাধু ঠাকুরের ধামে ১০৩ তম বারুনী স্নান উৎসবকে ঘিরে সেরেস্তাদারবাড়ি হরিগুরুচাঁদ মতুয়া মন্দিরে বসেছে ভক্তদের মিলন মেলা। নিশান, ডাঙ্কা, ডোল কাসা বাধ্যযন্ত্রে হরিনামে মাতাম তুলে পদধুলিতে হাজারও নারী পুরুষ ভক্তবৃন্দরা।
বুধবার ভোর রাত থেকে হরিমন্দিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে নিশান হাতে ডাঙ্গা বাজিয়ে অর্ধশতাধিক দল মন্দিরে সমবেত হয়। দুইদিন ব্যাপী এ অনুষ্ঠানে সকাল থেকে দিনরাত প্রসাদ নিচ্ছেন ভক্তরা। অন্যদিকে হরিনামে মহাসংর্কীত্তন অনুষ্ঠানে মাতোয়ারা মতুয়া ভক্তরা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।
এ সময় পৌর বিএনপির আহবায়ক শিকদার ফরিদুল ইসলাম, যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান মিলন, বিএনপি নেতা মতিউর রহমান বাচ্চু, অনুষ্ঠান উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দিপক কর্মকার, হরিগুরুচাঁদ মন্দির কমিটির সভাপতি রবিন্দ্র নাথ হালদার, সাধারণ সম্পাদক শুকদেব হালদার, সহ-সভাপতি অধ্যাপক সুশেন কুমার, মন্দিরের পুরোহিত পংকজ কুমার হালদারসহ হিন্দু সম্প্রদয়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
এ সময় প্রধান অতিথি জেলা বিএনপি নেতা দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন বলেন, হিন্দু সম্প্রদয়ের ধর্মীয় সকল অনুষ্ঠানই উৎসব মুখর পরিবেশে পালন হয়ে থাকে। এখানে কোন পথ ও মতের পার্থক্য নেই। সকলে এক কাতারে সামিল হয়ে প্রাণবন্ত হয়ে উঠে এ উৎসব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে একটি সুখি সমৃদ্ধি দেশ।