জাহিদুল ইসলাম:
চৈত্রের বিদায় জানিয়ে বৈশাখের প্রথম সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আনন্দ, উৎসব আর ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন ঘটে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বাংলা নববর্ষকে বরণ করে নিতে সকাল থেকেই ক্যাম্পাসজুড়ে ভিন্নরকম এক উৎসবমুখর পরিবেশ।
বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শুরু করে , বিভিন্ন বিভাগ এবং সাংস্কৃতিক সংগঠনসমূহ বৈশাখকে স্বাগত জানাতে আয়োজন করেছে নানা ভিন্নধর্মী অনুষ্ঠান । চারুকলার ছাত্রছাত্রীদের আঁকা আলপনা, মুখোশ, ও বিশাল আনন্দ শোভাযাত্রা যেন প্রাণ ছুঁয়ে যায় হাজারো শিক্ষার্থীর।
চারুকলা অনুষদ আয়োজন করেছে ঐতিহ্যবাহী আনন্দ শোভাযাত্রা—যেখানে ছিল বাঙালির লোকজ মুখোশ, পেঁচা, হাতি, সূর্যসহ নানা প্রতীক। সকালে "এসো হে বৈশাখ" গানের সঙ্গে র্যালির সূচনা হয়, এরপর চারুকলা প্রাঙ্গণে চলে সাংস্কৃতিক পরিবেশনা ও লোকসংগীত।
এদিকে, শুধুমাত্র চারুকলা নয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও সংগঠনে থাকছে বৈশাখী উৎসবের ছোঁয়া। নাট্যকলা, লোক প্রশাসন , ইতিহাস,গণযোগাযোগ ও সাংবাদিকতা, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট ,বাংলা,আইন, ফোকলোরসহ একাধিক বিভাগ আয়োজন করেছে বৈশাখী আড্ডা, দেয়ালিকা প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, গান, আবৃত্তি, লোকনৃত্য ও বৈশাখী ফ্যাশন শো।
চারুকলার মুক্তমঞ্চে উদ্ভধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, “উৎসব মানুষকে কাছাকাছি করে। মানুষের ভিতরে ঐক্য এবং সহমর্মিতা সৃষ্টি করে। একটি দিবস বা উৎসবকে সামনে রেখে আমরা একত্রিত হয়। সামাজিক পরিসরে ভাব আদান প্রদান শক্তিশালী হয়। আমরা বাংলাদেশি, আমরা বাঙালি, আমাদের প্রাণ প্রকৃতি, ইতিহাস, ঐতিহ্য, এগুলোর কথা বিবেচনা করলে পহেলা বৈশাখ আমাদের জন্য গুরুত্বপূর্ণ উৎসব। অতীতে আমরা দেখেছি উৎসবকে কেন্দ্র করে একটি নিদিষ্ট দলের চিন্তা ভাবনা মানুষের উপর চাপিয়ে দিত। যা অত্যন্ত ন্যক্যারজনক প্রবণতা। আমরা এ উৎসবকে সকল বাংলাদেশী বাঙালি, পাহাড়ি সকল নাগরিকের জন্য ঐক্যের প্ল্যাটফর্ম বানাতে চাই।
শিক্ষার্থীদের মাঝেও উৎসব নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মামুন হোসেন বলেন “বৈশাখ মানেই রঙ, গান আর বন্ধুবান্ধবের সঙ্গে দিনভর হাসি-আনন্দ। এই দিনটার জন্য আমরা সারাবছর অপেক্ষা করি।বাঙালির মতো আনন্দ যেন ফিলিস্তিনের বুকেও আসে তারও প্রত্যাশা রাখেন তিনি।
বৈশাখ মানেই নতুনের আহ্বান, পুরাতনের গ্লানি মুছে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পহেলা বৈশাখ উদযাপন যেন শুধু একটি দিন নয়—এটা বাঙালিয়ানার এক জীবন্ত চিত্র, যা শিক্ষার্থীদের হৃদয়ে রঙ ছড়িয়ে দেয় সাহস, শক্তি আর সংস্কৃতির।
এমআই