মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ এক অভিযান চালিয়ে ঢাকাগামী একটি পরিবহন থেকে কেমিক্যাল মিশ্রিত অপরিপক্ক পাঁচ মন গোবিন্দভোগ আম জব্দ করেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে সাতক্ষীরা শহরের সংগীতা মোড়স্থ পরিবহন কাউন্টার দাঁড়িয়ে থাকা যমুনা লাইনের একটি পরিবহন থেকে এই আম জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে যমুনা লাইনের সুপারভাইজার আশিকুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে গাড়ির চাকায় পিষ্ট করে অপরিপক্ক সমুদয় আম নষ্ট করে ভ্রাম্যমান আদালত।
সাতক্ষীরা ডিবি পুলিশের পরিদর্শক নিজাম উদ্দিন জানান, যমুনা লাইন নামের একটি পরিবহনে করে কেমিক্যাল মিশ্রিত অপরিপক্ক গোবিন্দ ভোগ আম ঢাকায় পাঠানো হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক মিন্টু পদ পালের নেতৃত্বে রাত সাড়ে দশটায় শহরের সঙ্গীতা মোড়স্ত পরিবহন কাউন্টারে অভিযান চালানো হয়। এ সময় যমুনা লাইন পরিবহন থেকে কেমিক্যাল মিশ্রিত অপরিপক্ক পাঁচ মন গোবিন্দপুর ভোগ আম জব্দ করা হয়। পরিবহনে করে এসব অপরিপক্ক আম ঢাকায় পাঠানো হচ্ছিল।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় সরকারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে যমুনা লাইন পরিবহনের সুপারভাইজারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে জব্দকৃত সমুদয় আম গাড়ির চাকায় পিষ্ট করে ধ্বংস করা হয়।
এমআই