নুসরাত নাঈম সাজিয়া:
রাজশাহী কলেজের প্রেজেন্টেশন ক্লাবের ফ্রেশার্স রিসিপশন ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৬ এপ্রিল)সকাল ১১ টা থেকে কলেজের মহসিন ভবনের ১৭ নাম্বার গ্যালারি কক্ষে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী ও প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দীন। সভাপতিত্বে ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা ও মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. হাসনা আরা বেগম।
অনুষ্ঠান উদ্বোধনের পর অধ্যক্ষ তার বক্তব্যে বলেন,"প্রেজেন্টেশন ক্লাবের প্রতি আমার আলাদা একটা সম্মান ও স্নেহানুভূতি আছে।ক্লাবের উপদেষ্টামন্ডলীসহ সকল সদস্যদের প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি।নিয়মমাফিক সুন্দর কার্যক্রমের জন্য আমার সার্বিক সহায়তা থাকবে।"
প্রথমে ২০১৭ সালের ১৭ নভেম্বরে ক্লাবটির প্রতিষ্ঠা হলেও করোনাকালীন সময়ে এর কার্যক্রম বন্ধ হয়ে যায়।এরপর বিভিন্ন প্রতিকুলতা পেরিয়ে ২০২৫ সালের ১৬ এপ্রিল থেকে নতুন কার্যকরী কমিটি নিয়ে ক্লাবটি পুনরায় এর যাত্রা শুরু করল।
ব্যবস্থাপনা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মোঃ নাহিদুর রহমানকে সভাপতি ও মোঃ সোহরাব সরকারকে সাধারণ সম্পাদক হিসেবে ক্লাব পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রেজেন্টেশন সম্পর্কিত প্রাথমিক ধারণা উপস্থাপন করা হয়।নবীন সদস্যদের বরণ করার মাধ্যমে ক্লাবটি একটি নতুন যাত্রা শুরু করে।মূলত প্রেজেন্টেশন ক্লাবের লক্ষ্য হলো শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে তোলা।
"PRESENT WITH PASSION,SPEAK POWER " স্লোগানটিকে সামনে রেখে নিজেকে উপস্থাপক হিসেবে যোগ্য করে তোলাই এই ক্লাবটির প্রধান উদ্দেশ্য।
এমআই