আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে রাস্তায় নেমেছে দেশটির হাজার হাজার মানুষ। শনিবার ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল ছিল গোটা যুক্তরাষ্ট্র। এ দিন দেশটির প্রতিটি অঙ্গরাজ্যেই ট্রাম্প প্রশাসনের নীতির বিরোধিতা করে রাস্তায় নেমে আসেন আমেরিকানরা। এই বিক্ষোভকে স্বাধীনতার জন্য নতুন লড়াই বলে অভিহিত করেছেন তারা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এতে বলা হয়, শনিবার ট্রাম্পবিরোধী স্লোগানে মুখরিত হয়েছিল দেশটির প্রতিটি অঙ্গরাজ্য। প্রেসিডেন্টের সাম্প্রতিক নীতির বিরোধিতা করে রাজপথে নেমে আসেন হাজার হাজার মানুষ। এই বিক্ষোভের নাম দেয়া হয়েছে ‘৫০৫০১’। অর্থাৎ ৫০টি অঙ্গরাজ্যে ৫০টি বিক্ষোভের আন্দোলন এক (অভিন্ন)। বিক্ষোভের এই কর্মসূচিকে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ শুরুর ২৫০তম বার্ষিকীর সঙ্গে মিলিয়ে আয়োজন করা হয়।
হোয়াইট হাউস ও টেসলার কার্যালয়ের সামনে মিছিল করেছেন বিক্ষোভকারীরা। দেশের কেন্দ্রীয় শহরগুলোতে অংশ নেয়া বিক্ষোভকারীরা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ প্রকাশ করেছেন। অনেকেই মার্চে যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত কিলমার আব্রেগো গার্সিয়াকে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন। ১৫ই মার্চ কিলমারকে এল সালভাদরে নিবার্সিত করে ট্রাম্প প্রশাসন।
বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতা ক্রমশ স্বাভাবিক হয়ে উঠছে। এপ্রিলের শুরুতে ট্রাম্পবিরোধী ‘হ্যান্ডস অফ’ বিক্ষোভে বিপুল পরিমাণ মানুষ অংশ নেয়। জনমত জরিপের তথ্য বলছে, দিন দিন অজনপ্রিয় হয়ে উঠছেন ট্রাম্প। রিপাবলিকান এই নেতার বেশ কিছু পদক্ষেপের ফলে শুরু থেকে তার প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বহু আমেরিকান।
সম্প্রতি ট্রাম্পের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই) এর পদক্ষেপের ফলে কয়েক হাজার কর্মী তাদের চাকরি হারিয়েছেন। এছাড়া এল সালভেদরের নাগরিক আব্রেগো গার্সিয়াকে যুক্তরাষ্ট্রে ফেরত আনতে অনীহা প্রকাশ করায় বিক্ষোভ সমাবেশগুলো থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো জয়েছে।
সময় জার্নাল/এলআর