মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

ইবিতে পারভেজ হত্যাকাণ্ডের বিচার দাবিতে সমাবেশ, আইন উপদেষ্টার পদত্যাগ দাবি

সোমবার, এপ্রিল ২১, ২০২৫
ইবিতে পারভেজ হত্যাকাণ্ডের বিচার দাবিতে সমাবেশ, আইন উপদেষ্টার পদত্যাগ দাবি

সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে প্রকাশ্যে হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও তাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। এসময় তারা আইন উপদেষ্টার পদত্যাগের দাবি জানান।

সোমবার (২১ এপ্রিল) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীদের হাতে ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘পারভেজ হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই’সহ বিভিন্ন লেখা সংবলিত প্লাকার্ড দেখা যায়।

সমাবেশে বক্তারা বলেন, ‘আমরা ৫ আগস্টের পর দেখতে পাচ্ছি যে বিভিন্ন ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ড মূলত প্রমাণ করে এই দেশে এখনও আওয়ামী দোসররা বিরাজমান। দেশকে অস্থিতিশীল করার যারা পায়তারা করছে তাদের প্রতিহত করার জন্য ছাত্র সমাজ সবসময় প্রস্তুত। আমরা এখান থেকে সরকারের কাছে আহ্বান করছি দ্রুত সময়ের মধ্যে এই পারভেজ হত্যার বিচার করতে হবে। অহরহ হত্যা আর ধর্ষণের শিকার এই বাংলাদেশের সাধারণ মানুষ। এখনও পর্যন্ত আইন উপদেষ্টা আসিফ নজরুল তাদের দৃষ্টান্তমূলক কোনো শাস্তি দিতে পারেননি। তিনি এইসব ঘটনার যথাযথ বিচার না করতে পারলে আমরা তার পদত্যাগের দাবি জানাচ্ছি।’ 

সহ-সমন্বয়ক গোলাম রাব্বানী বলেন, ‘আমরা ২৪ এর আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারেকে উৎখাত করতে পারলেও রাষ্ট্রের প্রতিটি স্তরে এখনো তাদের দোসররা বসে আছে। রাষ্ট্রে বসে থাকা এইসব ফ্যাসিবাদ থেকে আমরা এখনো মুক্তি পাইনি। যার ফলে একেরপর এক হত্যাকান্ডের ঘটনা ঘটতেছে। এমনকি এসকল ঘটনার দৃষ্টান্তমূলক কোনো বিচার আমরা দেখতে পাইনি। উপদেষ্টা আসিফ নজরুলকে আহ্বান করছি এই ধরনের হত্যাকাণ্ডের বিচার দ্রুত কার্যকর করুন।’

সহ-সমন্বয়ক তানভীর মন্ডল বলেন, ‘আমরা ৫ আগস্টের পর আশা করছিলাম বিচারহীন সংস্কৃতি থেকে বাংলাদেশ বেরিয়ে আসবে। কিন্তু দুঃখের বিষয় হলো প্রশাসনের কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ দেখছি না। সাধারণ মানুষ এখনো ভয়ের মধ্যে রয়েছে। আমরা পারভেজ হত্যার সাথে জড়িত সকলের গ্রেফতারের দাবি জানাই। সেই সাথে সকলের অতি দ্রুত দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবি জানাই। হত্যাকারী যেই দলের হোক না কেন তাঁদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল