জাকারিয়া শেখ, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সহসভাপতিসহ পাঁচ নেতাকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। এছাড়াও জুয়া খেলা ও ওয়ারেন্টভুক্ত মামলায় আরও ছয় জনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২০ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলামের নেতৃত্বে একাধিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর অভিযুক্তরা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তারা এলাকায় ফিরে আসলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতারা হলেন—শিমুলবাড়ী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, মৃত বশির উদ্দিনের ছেলে ও সাবেক ইউপি সদস্য ইসাহক আলী (৭০);বড়ভিটা ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মৃত লতিফ সরকারের ছেলে আব্দুল মান্নান (৬৫);নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য আজিমুল হকের ছেলে হারুন অর রশিদ শাকিল (৩৫);গজেরকুটি ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মৃত বজলুল হকের ছেলে আমিনুল ইসলাম (৪০), কাশিপুর ইউনিয়ন কৃষক লীগের সম্পাদক মৃত কাসেম আলীর ছেলে ও সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম (৪৫)।
তাদের বিরুদ্ধে ২০২৪ সালের ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র-জনতার মিছিলে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত ৫ ও ৬ নম্বর মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
একই রাতে বড়ভিটা ইউনিয়নের পূর্ব ধনীরাম পুর এলাকার গেটের বাজারে তাশ খেলার সময় অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে রুবেল ইসলাম (২৭), আমিনুল ইসলাম (৪০), বিপুল ইসলাম (৩০), এবং সাইদুল হক (৪৫) কে গ্রেফতার করা হয়। তারা সবাই পূর্ব ধনীরাম এলাকার বাসিন্দা।
এছাড়াও রাতে সাড়ে ১২টার দিকে ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল খালেক (৩৫) এবং জিআর মামলা নম্বর ৫৩৪/২৪ এর আসামি নুর আলম মিয়া (২০) কে গ্রেফতার করে থানায় আনা হয়।
ফুলবাড়ী থানার ওসি শরিফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এমআই