তামান্না আক্তার, খুবি প্রতিনিধি:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের এক দফা দাবি ও আমরণ অনশন কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে ক্লাস বর্জন করে নগরীর প্রবেশ পথ জিরো পয়েন্ট ব্লকেড করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা।
বুধবার (২৩ এপ্রিল) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট মোড়ে অবস্থান করেন। জিরো পয়েন্ট মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে এবং বিকাল ৩.৩০ মিনিট পর্যন্ত সড়ক ব্লকেড করে রাখেন আন্দোলনকারীরা। এসময় সংক্ষিপ্ত সমাবেশ করে অনতিবিলম্বে ভিসি মাছুদের পদত্যাগের দাবি জানান তারা।
তারা বলেন, আমরা চেয়েছিলাম ৫ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সকল শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র রাজনীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত। কিন্তু আমরা দেখেছি গত ১৮ই ফেব্রুয়ারি কুয়েটে আমার ভাইদের কে সন্ত্রাসী বাহিনীরা কুপিয়ে জখম করেছে। আমরা খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা কুয়েট শিক্ষার্থীদের এক দফা দাবির সাথে একাত্মতা জানিয়ে ভিসি মাসুদের অনতিবিলম্বে পদত্যাগের দাবি জানাচ্ছি। ভিসি মাসুদ যদি দ্রুত পদত্যাগ না করে আমরা এরচেয়েও কঠোর আন্দোলনের ডাক দিবো।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় হাদী চত্বরে এসে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
এমআই