নিজস্ব প্রতিবেদক:
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে এখন গরিব, মেহনতী ও মধ্যবিত্তদের জন্য কাজ শুরু করার আহবান জানিয়েছেন ভূরাজনৈতিক অর্থনীতিবিদ ও ন্যাশনাল ব্যুরো অফ ইকনোমিক রিসার্চের (এনবিইআর) চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ।
শহর ও গ্রামের আয় বৈষম্য, গ্রামীণ উন্নয়ন, কৃষি ও অফ-ফার্ম কর্মসংস্থান বাড়ানো, তরুণদের বেকারত্ব এবং নারীদের শ্রমবাজারে কম অংশগ্রহণ ইত্যাদি বিষয়গুলো তুলে ধরে তিনি এই আহবান জানান।
ভূরাজনৈতিক অর্থনীতিবিদ অধ্যাপক পারভেজ বলেন, ইউনুস স্যার এখন আমার গরিব, মেহনতী মানুষ ও মধ্যবিত্তের জন্য কাজ শুরু করুন-
১. প্রান্তিক জনগণের আয় বৃদ্ধি
বাংলাদেশের মাথাপিছু আয় ২,৭৮৪ মার্কিন ডলার (২০২৩-২৪) হলেও আয় বৈষম্য প্রবল। শহরের তুলনায় গ্রামে মাথাপিছু মাসিক আয় ৪০% কম (গ্রাম ৬,০৯১ টাকা, শহর ১০,৯৫১ টাকা)। এখনো দেশের ১৮.৭% মানুষ (২০২২) দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। এই বৈষম্য দূর করতে গ্রামীণ উন্নয়ন, সামাজিক সুরক্ষা ও আয়বর্ধক কর্মসূচির উপর দ্রুত জোর দিন। কৃষি ও অফ-ফার্ম কর্মসংস্থান বাড়ানোর মাধ্যমে গ্রামের প্রান্তিক পরিবারগুলোর অধিকতর উপকার করুন।
২. যুব ও নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা ,
বাংলাদেশে তরুণদের বেকারত্ব এবং নারীদের শ্রমবাজারে অংশগ্রহণ অত্যন্ত কম। সর্বশেষ শ্রমশক্তি জরিপ অনুসারে, দেশে ১৯.৪ লাখ যুবক-যুবতী (১৫-২৯ বছর) বেকার, যা যুবদের মধ্যে ৭.২% বেকারত্বের হার। আর নারীদের শ্রমশক্তি অংশগ্রহণ মাত্র ৩৭%, যেখানে পুরুষদের ক্ষেত্রে এটি ৮০% (২০২৩)। তরুণ নারীদের মধ্যে ৬২% (১৫-২৪ বছর) এখনো শিক্ষা, কর্ম বা প্রশিক্ষণ থেকে বাইরে, দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন।
এই পরিস্থিতিতে, যুব ও নারী কর্মসংস্থান বৃদ্ধি এবং উদ্যোক্তা উন্নয়নে বরাদ্দ ও নীতিগত সহায়তা বাড়ান—এটি দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগাবে বলে জানা অধ্যাপক পারভেজ।
এমআই