মো. মাহিদুজ্জামান সিয়াম, গবি প্রতিনিধিঃ
"প্রাণীর স্বাস্থ্য রক্ষায় দলগত প্রচেষ্টা দরকার" শিরোনামে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপিত হয়েছে।
রবিবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে হতে একটি র্যালি শুরু হয়ে বাদমতলা হয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান গ্রহণ করে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের অধিকর্তা অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খান বলেন, "আমরা মানসম্পন্ন ভেটেরিনারিয়ান তৈরি করতে বদ্ধপরিকর। বর্তমানে সারা বাংলাদেশে প্রতি বছর প্রায় এক হাজার শিক্ষার্থী ভেটেরিনারি গ্র্যাজুয়েট বের হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে সেবা দিচ্ছে। স্নাতক শেষে আমাদের শিক্ষার্থীতা প্রত্যেকে যেন দক্ষ ভেটেরিনারিয়ান হতে পারেন ও যথাযথ চিকিৎসা সেবা প্রদানে সক্ষম হন, সে লক্ষ্যে আমরা কাজ করছি।”
বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন,"পুঁথিগত বিদ্যার পাশাপাশি ব্যবহারিক শিক্ষার গুরুত্ব অপরিসীম, কারণ ব্যবহারিক না পারলে মাঠে কাজ করা সম্ভব নয়। ভেটেরিনারি অনুষদকে এগিয়ে নিতে ল্যাবরেটরিগুলোকে সমৃদ্ধ করা হয়েছে ও ইতিমধ্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি যেমন: আল্ট্রাসনোগ্রাফি মেশিন প্রদান করা হয়েছে। আমরা সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখব এবং আমরা আশাবাদী এই অনুষদটি দেশের অন্যতম শ্রেষ্ঠ অনুষদ হিসেবে গড়ে উঠবে।"
এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সকলে প্রাণিস্বাস্থ্য রক্ষায় একতাবদ্ধ প্রয়াসের দৃপ্ত অঙ্গীকার করেন।