নিজস্ব প্রতিনিধি:
পিএসসি সংস্কারসহ ৮দফা দাবিতে আন্দোলন ও অনশনরত পরীক্ষার্থীদের দাবির মুখে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে পিএসসি।
রোববার চাকরিপ্রত্যাশীদের দাবির প্রেক্ষিতে রাজধানীর শাহবাগে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম এ ঘোষণা দেন।
এ দিন পিএসসি সংস্কারসহ আট দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন চাকরিপ্রত্যাশীরা। এতে ওই এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেয়।
একই সাথে যতক্ষণ পর্যন্ত পিএসসিতে সংস্কারের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা শাহবাগ মোড়ে অবস্থান করবেন বলে ঘোষণা দেন মিছিল থেকে।
সময় জার্নাল/এলআর