বাগেরহাট প্রতিনিধি:
দ্বন্ধে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই’’ এই স্লোগানে বাগেরহাটে নানা আয়োজনে পালিত হলো জাতীয় আইনগত সহায়তা দিবস। সোমবার (২৮এপ্রিল) সকালে বাগেরহাট আদালত প্রাঙ্গণে জেলা দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি আশরাফুল ইসলাম বেলুন ও কবুতর উড়িয়ে দিবসের শুভ সূচনা করেন।
পরে আদালত চত্তর থেকে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি বাগেরহাট খুলনা মহাসড়ক প্রদক্ষিণ শেষে আদালত চত্বরে গিয়ে শেষ হয়। র্যালীতে জেলা জজশীপের বিচারক, নির্বাহী বিভাগের কর্মকর্তা, আইনজীবীসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দরিদ্র মানুষ তার ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে না। তাদের সব ধরনের আইনী সহায়তা দিতে সরকার তাদের পাশে আছে। এই বার্তাটা সবার কাছে পৌঁছে দিতে সবাইকে যার যার জায়গা থেকে কাজ করতে হবে। আমরা যদি সেই কাজটা করতে পারি তাহলে দিবসটি স্বার্থক হবে।
অনুষ্ঠানে বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, সরকারি কৌসুলী মাহবুব মোর্শেদ লালনসহ বিচার ও নির্বাহী বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।