মুহা: জিললুর রহমান,সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল চালক এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার বেলা পৌনে ৯টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-বৈকারী সড়কের আগরদাঁড়ি মহিলা মাদ্রাসার কাছে এই ঘটনা ঘটে।
নিহত মটরসাইকেল চালকের নাম মো. নাঈম হাসান (৩০)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের সীমান্তবর্তী কাকডাঙ্গা গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে। নাইম সাতক্ষীরা সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
প্রতক্ষ্যদর্শী মনিরুল ইসলাম বলেন, নাঈম হাসান মোটরসাইকেলে বাড়ি থেকে সাতক্ষীরা- বৈকারীর সড়ক দিয়ে সাতক্ষীরা সরকারি কলেজে যাচ্ছিল। এসময় তিনি হেলমেটের মধ্যে মোবাইল ঢুকিয়ে কথা বলতে বলতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। পতিমধ্যে বেলা পৌনে ৯টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-বৈকারী সড়কের আগরদাঁড়ি মহিলা মাদ্রাসার কাছে সুলতান বাবরের মোড়ে পৌছালে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা বৈকারীগামী একটি ট্রাকের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে গুরুতর আহত হয় নাঈম হাসান। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎস্যক তাকে মৃত ঘোষনা করেন। ট্রাকের গতি কম থাকলেও মটরসাইকেল
চালক মোবাইলে কথা বলার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি।
সাতক্ষীরার সদর থানার াফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমআই