এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে বিনামূল্যে পারিবারিক পুষ্টি বাগানের ১৩৭ চাষিরা পেলেন বীজ, ফলজ চার, জৈব সার ও কৃষি উপকরণ।
বুধবার বিকেল ৩টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৪-২৫ অর্থ বছরে অনাবাদী পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় এ কৃষি উপকরণ বিতরণ করা হয়।
আনুষ্ঠানিকভাবে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, কৃষি সম্পসারণ কর্মকর্তা ইভানা বিলা রিতু, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ডল্টন রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জাকির হোসেন, মো. মিজানুর রহমান, মো: মশিউর রহমান, দিপঙ্কর সমাদ্দার, মো: আলী আশ্রাব, মো. শহিদুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, এ প্রকল্পের আওতায় প্রতিটি কৃষক পরিবারের মাঝে জন প্রতি ২৫ প্রকারের বীজ, ৭ প্রকারের আম, পেয়ারা, লেবু, ছবেদা, কদবেল, কুল ফলজ চারা ও ৩০ কেজি জৈব সার নেট, জাজড়ী এবং বিষ সংরক্ষনের পাত্র প্রদান করা হয়েছে।
এ সম্পর্কে মোরেলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাইফুল ইসলাম বলেন, পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় এ উপজেলায় ১৬টি ইউনিয়ন ও পৌরসভায় আজ সমাপনিতে ১৩৭ জন কৃষক পরিবারসহ গত ৩ বছর ধরে ধারাবাহিক ভাবে ১৭শ’ কৃষকদের মাঝে ফলজ চারা ও কৃষি উপকরণ বিনা মূল্যে বিতরণ করা হয়েছে।
এমআই