নুসরাত নাঈম সাজিয়া, রাজশাহী কলেজ প্রতিনিধি:
১৩ জুলাই ২০২৩ তারিখে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে রাজশাহী কলেজ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছে কলেজ শাখা ছাত্রদল।
বুধবার (৩০ এপ্রিল) সকাল ১২ টায় রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির) এর নেতৃত্বে কলেজের হাজী মোহাম্মদ মহসীন ভবনের ১৭ নম্বর গ্যালারি রুমে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন বিষয়ে উপস্থিত আলোচকদের সামনে নিজেদের মতামত তুলে ধরেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজশাহীর প্রোগ্রাম অফিসার অনিক, রাজশাহী কলেজ ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম, কলেজ শাখা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাশিকুজ্জামান প্রীতমসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দরা।
আলোচনা সভায় উপস্থিত আলোচকবৃন্দরা ৩১ দফায় উল্লেখিত বিষয়গুলো তুলে ধরে বলেন, ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করবে এবং সাধারণ মানুষের মাঝে এই ৩১ দফার ন্যায় দাবিগুলো পৌঁছে দিবে।
৩১ দফার মধ্যে উল্লেখিত কয়েকটি বিষয় জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন। সম্প্রীতিমূলক রাষ্ট্রসত্ত্বা (Rainbow Nation) ও 'জাতীয় সমন্বয় কমিশন ('National Reconciliation Commission') পঠন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন। স্বচ্ছতা নিশ্চিতকরণে সকল রাষ্ট্রীয়, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠণ ও শক্তিশালীকরণ। বর্তমান বিচার ব্যবস্থার সংস্কারের জন্য জুডিশিয়াল কমিশন গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন।
আইনসভা, মন্ত্রীসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা। প্রতিরক্ষা বাহিনীর অধিকতর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি এবং সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা। শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান। নারীর মর্যাদা, সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ। কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন ও বেকার ভাতা প্রবর্তন। সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা। কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা। "সবার জন্য স্বাস্থ্য" এবং "সর্বজনীন চিকিৎসা" ব্যবস্থা কার্যকর করাসহ রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বাকি দফা গুলো।
মতবিনিময় সভায় ৩১ দফা আলোচনা শেষে উপস্থিত শিক্ষার্থীদের জন্য প্রশ্নোত্তর পর্ব রাখা হয়। শিক্ষার্থীরা সমসাময়িক বিষয়ে প্রশ্নোত্তর পর্বে আলোকচদের প্রশ্ন করেন এবং উপস্থিত আলোচকরা শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর তুলে ধরেন।
এমআই