স্পোর্টস ডেস্ক:
প্রিমিয়ার লিগের টেবিলে ১৪তম অবস্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। কোচ হওয়ার পর রুবেন আমোরিম এর চেয়ে খারাপের কথা নিশ্চয় চিন্তাও করতে পারেননি।
লিগে বাজে খেললেও আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন টিকে আছে রেড ডেভিলসদের। কারণ অ্যাথলেটিকো বিলবাও-এর মাঠ থেকে ৩-০ গোলে জিতে ইউরোপা লিগের ফাইনালে এক পা দিয়ে রেখেছে দলটি।
সান মেমেসে বৃহস্পতিবার রাতের ম্যাচে যা ঘটার প্রথমার্ধেই ঘটে গিয়েছিল। ঘরের মাঠ হলেও দ্বিতীয়ার্ধ বিলবাও গোল হতে না দেওয়ার চেষ্টা করে গেছে। ম্যানইউ লিড বাড়ানোর চেষ্টা করলেও অ্যাওয়ে ম্যাচে গোল না খাওয়ার দিকে নজর রেখেছিল।
ম্যাচের ৩০ মিনিটে ম্যানইউ প্রথম লিড নেয়। গোল করেন ফর্মে ফেরার ইঙ্গিত দেওয়া ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। ৩৫ মিনিটে অ্যাথলেটিকো ক্লাবের ভিভিয়ান লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচে ফেরার আশা একপ্রকার শেষ হয়ে যায় স্বাগতিক স্প্যানিশ দলটির। প্রথমার্ধেই আরও দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি হাতে নেয় রেড ডেলিভসরা।
ম্যাচের ৩৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্রুনো ফার্নান্দেজ ব্যবধান ২-০ করেন। ৪৫ মিনিটে তিনি দলকে ৩-০ গোলের লিড এনে দেন। তবে দ্বিতীয়ার্ধে আর কোন গোল হয়নি। আগামী ৯ মে ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় লেগের লড়াইয়ে নামবে ম্যানইউ ও বিলবাও। ইউরোপা লিগের অন্য ম্যাচে টটেনহ্যাম ৩-১ গোলে নরওয়ের ক্লাব বোদো গ্লিম্টকে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছে।
সময় জার্নাল/এলআর