আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বৃহস্পতিবার (৮ মে) বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমিত হওয়া উচিত। তিনি আরও বলেন,এই পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নেই এবং তাদের মধ্যে যুদ্ধ হলে সেটি 'আমাদের বিষয় নয়'।
ফক্স নিউজের 'দ্য স্টোরি উইথ মার্থা ম্যাকক্যালাম' অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, 'আমরা চাই পরিস্থিতি যত দ্রুত সম্ভব শান্ত হোক। কিন্তু সত্য হচ্ছে, আমরা এসব দেশকে নিয়ন্ত্রণ করতে পারি না।'
মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, 'আমরা যা করতে পারি তা হলো, এই মানুষদের কিছুটা উত্তেজনা কমাতে উৎসাহিত করার চেষ্টা করা। কিন্তু আমরা একটি যুদ্ধের মধ্যে জড়ানোর চেষ্টা করছি না, যা মূলত আমাদের কাজ নয়। এবং এর সঙ্গে আমেরিকার নিয়ন্ত্রণের কোনো সম্পর্ক নেই।'
ভারত ওয়াশিংটনের জন্য এক গুরুত্বপূর্ণ সহযোগী। দেশটির মাধ্যমে চীনবিরোধী প্রভাব বিস্তার করতে চায় আমেরিকা। এদিকে, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর পাকিস্তানের গুরুত্ব কমলেও, দেশটি মার্কিন মিত্র হিসেবে রয়ে গেছে।
কিছু বিশ্লেষক ও সাবেক কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ ও গাজায় ইসরায়েলের যুদ্ধে কূটনৈতিক লক্ষ্য পূরণে যুক্তরাষ্ট্র ব্যস্ত থাকায়, ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো উত্তেজনা দেখা দিলে শুরুতে তাদের নিজেদের মতো চলতে দিতে পারে যুক্তরাষ্ট্র। এতে শুরুতে ওয়াশিংটনের পক্ষ থেকে তেমন কোনো সরাসরি চাপ আসার সম্ভাবনা কম।
ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে ড্রোন হামলার অভিযোগ করেছে। বৃহস্পতিবার সংঘর্ষের দ্বিতীয় দিনে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, 'আরও পাল্টা জবাব দেওয়া এখন প্রায় নিশ্চিত'।
দীর্ঘদিনের দ্বন্দ্বে নতুন উত্তেজনা শুরু হয় ২২ এপ্রিল, যখন ভারতের নিয়ন্ত্রণাধীন কাশ্মীরে এক হামলায় ২৬ জন নিহত হয়। এই হামলার জন্য নয়াদিল্লি পাকিস্তানকে দায়ী করে। তবে ইসলামাবাদ তা অস্বীকার করে এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানায়।
বৃহস্পতিবার জেডি ভ্যান্স বলেন, 'আমাদের আশা ও প্রত্যাশা—এটা আর বড় ধরনের আঞ্চলিক যুদ্ধ বা, ঈশ্বর না করুন, পারমাণবিক সংঘাতে রূপ নেবে না।'
মার্কিন প্রশাসন সম্প্রতি দুই দেশের সঙ্গেই নিয়মিত কথা বলছে। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন। তিনি দুই দেশকে উত্তেজনা কমাতে ও সরাসরি আলোচনা করতে বলেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেন, 'দুই দেশের মধ্যে উত্তেজনা লজ্জাজনক। আমরা আশা করছি, তারা এখনই থামবে। পাল্টাপাল্টি হামলা বন্ধ হওয়া দরকার।'
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, দুই দেশকে 'দায়িত্বশীল সমাধানের' পথে এগিয়ে যেতে উৎসাহ দেওয়া হচ্ছে।
এমআই