সোমবার, ১২ মে ২০২৫

নতুন সংবিধান প্রণয়ন সময়সাপেক্ষ ব্যাপার: আসিফ নজরুল

রোববার, মে ১১, ২০২৫
নতুন সংবিধান প্রণয়ন সময়সাপেক্ষ ব্যাপার: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক:

নতুন সংবিধান প্রণয়নের প্রক্রিয়াটি সময়সাপেক্ষ উল্লেখ করে আইন বিশ্লেষক ও অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, এটি বাস্তবায়নে কয়েক বছর লেগে যেতে পারে। তার মতে—একটি গণতান্ত্রিক কাঠামোর সংস্কার ও নতুন সংবিধান তৈরির পথে নানা স্তরের প্রক্রিয়া ও প্রস্তুতি দরকার, যা এক বা দুই বছরের কাজ নয়।

রোববার (১১ মে) রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে নাগরিক উদ্যোগ, নাগরিক কোয়ালিশন ও সংবিধান সংস্কারে নাগরিক জোটের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আলোচনায় ড. আসিফ নজরুল বলেন, ‘সংবিধান প্রণয়ন একটি জাতীয় সংসদের দায়িত্ব। তবে একটি নতুন সংবিধান প্রণয়ন করতে গেলে বহু ধাপ অতিক্রম করতে হয়। পার্শ্ববর্তী দেশগুলোতে এমন উদাহরণ আছে যেখানে ৮-৯ বছর লেগেছে সম্পূর্ণ নতুন সংবিধান রচনায়। আমাদের দেশেও এমন সময় লাগতে পারে।’

তিনি বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে প্রশ্ন হচ্ছে, এই সময়টায় আমরা ১৯৭২ সালের সংবিধান ধরে রাখব কি না? আমি মনে করি, যতদিন না নতুন সংবিধান প্রণীত হচ্ছে, ততদিন বর্তমান সংসদই পরিচালক হিসেবে কাজ করবে এবং প্রয়োজনে ৭২-এর সংবিধানে সংশোধনী আনবে।’

ড. নজরুল ব্যাখ্যা করেন, ‘নতুন সংবিধান তৈরির জন্য একটি গণপরিষদ কাজ করবে। সেই কাজ শেষ করতেও দুই থেকে তিন বছর সময় লেগে যেতে পারে। এই অন্তর্বর্তী সময়টাতে জাতীয় সংসদ কিছু মৌলিক বিষয় যেমন—প্রধানমন্ত্রীর ক্ষমতা, উচ্চ আদালতের বিকেন্দ্রীকরণ, বিচার বিভাগের স্বাধীনতা ইত্যাদি সংশোধন করতে পারে।’

তিনি বলেন, “অনেকে মনে করছেন ‘জুলাই সনদ’ নতুন সংবিধানের ভিত্তি হবে। এতে কিছু মৌলিক বিষয় থাকতে পারে, তবে সেটি নিয়ে সবার পূর্ণ সমঝোতা রয়েছে—এমনটি ধরে নেওয়া উচিত নয়।”

প্রধানমন্ত্রীর মেয়াদসংক্রান্ত বিতর্কে ড. আসিফ নজরুল বলেন, ‘প্রধানমন্ত্রীর দুই মেয়াদে সীমাবদ্ধ রাখার দাবি জনপ্রিয় এবং আমারও ব্যক্তিগত মত এটি। কিন্তু কেবল দাবি করলেই হবে না, যুক্তিসহ বলতে হবে কেন এটি প্রয়োজন। বিশ্বের কোথায় কোথায় এমন সীমা আছে সেটিও খুঁজে বের করতে হবে।’

তিনি আরও বলেন, ‘তবে প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করলেই সমস্যার সমাধান হবে না। মূল বিষয় হচ্ছে, প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতার ভারসাম্য আনা।’

উচ্চ আদালত ও বিচার বিভাগের ক্ষমতা নিয়েও কথা বলেন তিনি। তার মতে— ‘প্রধান বিচারপতির ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি অনেক ক্ষেত্রে তিনি রাষ্ট্রপতির পর দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি। স্বাধীনভাবে এই পদের নিয়োগের ব্যবস্থাও থাকতে পারে।’

আলোচনায় আইন উপদেষ্টা সংবিধান সংস্কারের বিষয়টিকে একটি সময়োপযোগী ও জটিল রাজনৈতিক প্রক্রিয়া হিসেবে তুলে ধরেন এবং ধৈর্য, যুক্তি ও গণতান্ত্রিক ঐকমত্যের মাধ্যমে তা সম্পন্ন করার ওপর গুরুত্ব দেন।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল