জবি প্রতিবেদক: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সাঈদা নাসরীন বাবলী অকালেই মৃত্যু বরণ করেছেন।
বুধবার (৭ জুলাই) ভোর ৪টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।
জানা যায়, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সাঈদা নাসরীন বাবলী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। রক্তের প্লাটিলেট কমে গেলে হাসপাতলের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। পরবর্তীতে তাঁর কিডনিজনিত সমস্যা ধরা পড়ে। সর্বশেষ ৫ জুলাই তিনি ব্রেন স্ট্রোক করলে অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। টানা ১৭ দিন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি। পরে আজ ভোরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সকালে তাঁর লাশ নিজ বাড়ি সিরাজগঞ্জ নেওয়া হবে এবং সেখানেই দাফন সম্পন্ন হবে বলে পরিবার সূত্রে জানা যায়।
সময় জার্নাল/ আরইউ