জেলা প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী এক এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ মে) সকাল নয়টার দিকে উপজেলার মীরবাগ কৃষি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে কোন গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়েছে তার এখনও জানা যায়নি।
নিহতরা হলেন- এসএসসি পরীক্ষার্থী সিনহা এবং তার চাচি রুবিনা বেগম। অপরজনের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে তারা মোটরসাইকেলে যাচ্ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কাদের দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার বিষয়ে জানতে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহর মোবাইলে কল দিলেও তিনি রিসিভ করেননি।
সময় জার্নাল/এলআর