মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে স্বপ্না আক্তার নামের এক নারী প্রতিবেশির দেয়া আগুনে নিজের ঘর পুড়েছে দাবি করে মামলা দায়ের করেছে। বুধবার ভুক্তভোগী ও স্থানীয়রা প্রকৃত ঘটনা উদঘাটনের দাবিতে মানববন্ধন করেছে। উপজেলার কালিকাপুর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী নোয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মানববন্ধনে বক্তব্য রাখেন হানিফ হাজারী, সোহেল হাজারী, হজর রহমান, মানিক মিয়া, রেনু বেগম, ভুক্তভোগী সোলেমানের মা রুজিনা বেগম।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্বপ্না ও তার স্বামী আবদুর রাজ্জাক চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে কয়েকটি মাদক মামলা রয়েছে। স্বপ্নার অসামাজিক কার্যকলাপ ও মাদক ব্যবসার প্রতিবাদ করায় সোলেমান গংয়ের মিথ্যা মামলা দায়ের করে। এছাড়াও স্বপ্না নিজে হাত কেটে অভিযোগ দেয়, ঘর পোড়ার মামলা দেয়। এসব বিষয়ে ৩ বার সালিশি বৈঠক বসলেও স্বপ্না সালিশের রায় অমান্য করে। আমরা ন্যায় বিচারের জন্য প্রশাসনের সহযোগীতা কামনা করছি।
স্বপ্নার স্বামী আবদুর রাজ্জাক বলেন, ‘সোলেমান গং আমাদের ঘরে আগুন দিয়েছে। আমরা মামলা করেছি। মানববন্ধন করে কিছু করতে পারলে করুক’।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মোঃ মোরশেদ বলেন, ‘অগ্নিকান্ডের অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলার আসামীরা সবাই মাদক ব্যবসায়ী ও মাদকসেবী। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে’।