দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি:
জৈষ্ঠ মাসের শুরুতে প্রকৃতিতে বিরূপ আবহাওয়া তৈরি হয়েছে। কখনো দেখা মিলছে রোদ, কখনো ঝড়-বৃষ্টির। এই আবহাওয়ার মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলার স্টেডিয়াম সড়কের পাশে প্রকৃতিতে সৌন্দর্য বাড়িয়েছে কৃষ্ণচূড়া ফুলের লাল রং, যা দেখে চোখ জুড়াচ্ছে পথচারীদের। শহরের পথে-প্রান্তরে কৃষ্ণচূড়ার রক্তিম ফুলের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা।
শুক্রবার (১৬ মে) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে, সড়কের ধারে কৃষ্ণচূড়া গাছে লাল রঙের ফুল ফুটেছে। উপজেলার বিজ্ঞান প্রযুক্তি বিশ^বিদ্যালয়, কোর্ট চত্ত¡র, সুইমিংপুল, সড়ক ও জনপদ, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার ও পথঘাটসহ বিভিন্ন গ্রামের সড়ক ও রাস্তার পাশে কৃষ্ণচূড়াগাছে ফুটেছে আগুন ধরানো ফুলের বাহার।
সড়ক ও জনপদ থেকে শুরু করে রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়ানো কৃষ্ণচূড়া। মনকাড়া সৌন্দর্য সড়কের উভয় পাশের সৌন্দর্যকে আরো বৈচিত্রময় করে তুলেছে। সবুজ চিকন পাতা ফাঁকে লাল লাল কৃষ্ণচূড়া ফুল। দেখলেই চোখ জুড়িয়ে যায়। কৃষ্ণচূড়ার লাল, কমলা, হলুদ ফুল এবং উজ্জ্বল সবুজ পাতা এক অন্যরকম দৃষ্টিনন্দন শোভা। ঠিক এমনি প্রকৃতি লাল টুকটুকে কৃষ্ণচূড়ার ফুলের সাজে সাজিয়ে তোলার চিত্র সত্যিই দেখার মতো। যেকোনো বাসযাত্রী ও পথচারীদের হৃদয় কাড়ছে নয়ন জুড়ানো এসব কৃষ্ণচূড়া।
স্থানীয়রা জানান, উপজেলার বিভিন্ন গ্রামে কম-বেশি কৃষ্ণচূড়াগাছ আছে। এসব গাছে ইতিমধ্যে ফুল ফুটেছে। ফুলের সৌন্দর্যে মুগ্ধ হচ্ছে পথচারীরা।
গোপালগঞ্জ সদর উপজেলার স্থানীয় বাসিন্দা বিদ্যুৎ বসু বলেন, ‘পথে-প্রান্তরে কৃষ্ণচূড়ার রক্তিম ফুল এবং সোনালুর অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা। এখন ফুলে পরিপূর্ণ গাছগুলো। রাস্তার ধারে কৃষ্ণচূড়ার গাছে ফুল ফোটায় দেখতে অসাধারণ লাগে।
সদর উপজেলার রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক সৌরভ মজুমদার জানান, ‘উপজেলার বিভিন্ন সড়কের ধারে কৃষ্ণচূড়া ফুলের গাছ রয়েছে। এই ফুল সড়কের ধারে ফুটলে প্রকৃতি দেখতে বেশ মনোমুগ্ধকর লাগে। তিনি বলেন, ‘উপজেলার বিভিন্ন রাস্তার ধারে কৃষ্ণচূড়া ফুলের গাছ লাগানোর উদ্যোগ নেওয়া দরকার।’
জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত বলেন, বিশেষ করে বাংলা কাব্য, সাহিত্য, সংগীত ও বিভিন্ন উপমায় কৃষ্ণচূড়া ফুলের কথা বিস্তরভাবে উঠে এসেছে। ফুলটির রং এত তীব্র যে অনেক দূর থেকেই চোখে পড়ে। হঠাৎ দূর থেকে দেখলে মনে হবে, কৃষ্ণচূড়া গাছে যেন লাল রঙের আগুন লেগেছে।
এমআই