নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) যুব সংগঠন 'জাতীয় যুবশক্তি'র আত্মপ্রকাশ করেছে। আজ (১৬ মে) রাজধানীর শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউয়ে, যা আগে বঙ্গবন্ধু অ্যাভিনিউ নামে পরিচিত ছিল, নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে তাদের যুব সংগঠন 'জাতীয় যুবশক্তি' উদ্বোধন করা হয়।
বিকেল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও, বিকেল ৪টা ৪০ মিনিটে কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম মুখ্য সমন্বয়ক তারেকুল ইসলামসহ নেতা-কর্মীরা।
দুপুরের আগেই সমর্থক ও কর্মীরা অনুষ্ঠানস্থলে জড়ো হতে শুরু করেন। সারাদেশ থেকে সমর্থকেরা মিছিল নিয়ে এসে অনুষ্ঠানে যোগ দেন।
কেরানীগঞ্জ থেকে আসা আবুল হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)- বলেন, 'আমরা নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে দেশকে গড়ে তুলতে চাই। সে জন্যই রাজপথে আমাদের উপস্থিতি জরুরি।'
তিনি আরও বলেন, 'এই যুব সংগঠনটি কোনো প্রচলিত রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের মতো কাজ করবে না। এটি দেশের যুব সমাজকে গড়ে তোলার একটি মঞ্চ।'
সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, 'দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত করার জন্যে আমরা ক্যাম্পাসে থাকতেই শহীদ আবরার পাঠচক্র শুরু করি। এরপর ছাত্রশক্তি গঠন করে সবদলকে সঙ্গে নিয়ে একটি গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিই। সেই ছাত্রশক্তির ধারাবাহিকতা থেকেই আজকের যুবশক্তি।'
তিনি আরও বলেন, 'এখন আমরা শ্রমিক, প্রবাসী থেকে শুরু করে সবক্ষেত্রে নিজেদের সংগঠিত করছি।'
তিনি জাতীয় যুবশক্তির আহ্বায়ক হিসেবে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক তারেকুল ইসলাম এবং সদস্য সচিব হিসেবে ডা. জাহেদ উল ইসলামের নাম ঘোষণা করেন।