জাকারিয়া শেখ, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট, উলিপুর, ভুরুঙ্গামারী, চিলমারী ও ফুলবাড়ী—এই পাঁচটি উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যদের অংশগ্রহণে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৭ মে) সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্প এবং স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যৌথ বাস্তবায়নে এ প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ। উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। প্রশিক্ষণ পরিচালনা করেন প্রকল্পের কুড়িগ্রামের রাজারহাট উপজেলা সমন্বয়কারী রুকুনুজ্জামান।
প্রশিক্ষণে বড়ভিটা, ভাঙ্গামোড় ও শিমুলবাড়ী ইউনিয়নের ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান বলেন, “গ্রাম আদালত প্রান্তিক জনগোষ্ঠীর ছোট ছোট বিরোধ সহজে নিষ্পত্তি করে উচ্চ আদালতের মামলার জট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখন মানুষ গ্রাম আদালতে ন্যায্য বিচার পেয়ে অনেকটাই সন্তুষ্ট।”