আন্তর্জাতিক ডেস্ক:
গাজায় আরও ত্রাণ সহায়তা না পৌঁছালে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রায় ১৪ হাজার শিশুর মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার। খবর বিবিসি'র।
সোমবার (১৯ মে) গাজায় মাত্র পাঁচটি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। ১১ সপ্তাহ অবরোধের পর এটিকে 'সমুদ্রে এক বিন্দু পানি' বলে মন্তব্য করেন ফ্লেচার।
তবে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই ত্রাণবাহী ট্রাকগুলো সীমান্ত পার হয়ে গাজায় প্রবেশ করলেও এখনও সেগুলো ক্ষতিগ্রস্ত জনগণের কাছে পৌঁছায়নি।
এদিকে সোমবার ব্রিটেন, কানাডা ও ফ্রান্সের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, গাজায় সামরিক অভিযান বন্ধ না করলে এবং ত্রাণ প্রবেশে বিধিনিষেধ তুলে না নিলে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। এতে করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চাপ আরও বেড়েছে।
গাজায় চলমান সংঘর্ষে ইসরায়েলি সরকারের মানবিক সহায়তা অবরোধকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্সের নেতারা। এক যৌথ বিবৃতিতে তারা বলেছেন, 'বেসামরিক জনগণের জন্য জরুরি মানবিক সহায়তা অস্বীকার করা অগ্রহণযোগ্য এবং এটি আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঝুঁকি তৈরি করছে।'
বিবৃতিতে আরও বলা হয়েছে, 'ওয়েস্ট ব্যাংকে বসতি সম্প্রসারণের যেকোনো উদ্যোগের আমরা বিরোধিতা করি… আমরা প্রয়োজনে লক্ষ্যমাত্রাভিত্তিক নিষেধাজ্ঞাসহ আরও পদক্ষেপ নিতে দ্বিধা করব না।'
তিন পশ্চিমা নেতার ভাষ্য, 'আমরা সবসময় সন্ত্রাসবাদ মোকাবেলায় ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের পক্ষে ছিলাম। কিন্তু বর্তমান উত্তেজনা সম্পূর্ণভাবে অসামঞ্জস্যপূর্ণ। নেতানিয়াহুর সরকার যেসব চরম পদক্ষেপ নিচ্ছে, আমরা তা চুপচাপ মেনে নেব না।'
তারা যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরের মধ্যস্থতায় গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির উদ্যোগকে সমর্থন জানিয়েছেন এবং দ্বিরাষ্ট্র সমাধানের অংশ হিসেবে একটি ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন।