গোপালগঞ্জ প্রতিনিধি:
খেলাধুলা শরীর চর্চা ও আনন্দ লাভের সাথে সম্পৃক্ত ক্রিয়াকলাপ। শিক্ষার্থীদের সুন্দর ও সুস্থ জীবন গঠনে খোলাধুলার ভূমিকা গুরুত্বপূর্ণ। তাদের সুস্থ দেহে সুন্দর মন এবং সুঠাম দেহ গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই। গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এম.রকিবুল হাসান এসব কথা বলেন।
বুধবার (২১ মে) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে খেলার সামগ্রী বিতরণের আয়োজন করেন গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসন।এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম তালুকদার।
উপজেলা একাডেমিক সুপার ভাইজার অরুন চন্দ্র মন্ডলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান অফিসার উজ্জ্বল বিশ্বাস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইসমাইল হেসেন প্রমূখ। এসময় সদর উপজেলার ২৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহ.প্রধান, সহকারী শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।