বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

গ্রাহকদের জন্য সহজ স্বাস্থ্যসেবা আনল গ্রামীণফোন ও সুখী

বুধবার, মে ২১, ২০২৫
গ্রাহকদের জন্য সহজ স্বাস্থ্যসেবা আনল গ্রামীণফোন ও সুখী

নিজস্ব প্রতিবেদক:

দেশব্যাপী গ্রাহকদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনের সাথে একটি চুক্তি সই করেছে গ্রামীণফোন। এর ফলে গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনস উদ্ভাবিত সুখী প্ল্যাটফর্মের মাধ্যমে সহজে ও সুবিধাজনক উপায়ে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন গ্রামীণফোনের গ্রাহকরা।

রাজধানীর জিপি হাউজে সম্প্রতি এ বিষয়ক চুক্তিতে সই করেন গ্রামীণফোনের চিফ প্রকিউরমেন্ট অফিসার কৌস্তভ ভাটস এবং গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনস’র সিইও ড. আহমদ আরমান সিদ্দিকী। চুক্তির আওতায় একাধিক প্যাকেজের মাধ্যমে সুখী প্ল্যাটফর্ম ব্যবহার করে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন গ্রামীণফোনের গ্রাহকরা। ফলে সহজে ও নির্বিঘ্নে এবং যে কোন সময় ও যেকোন স্থান থেকে স্বাস্থ্য পরামর্শ গ্রহণ করতে পারবেন তারা। পাশাপাশি মোবাইল ফোনের ব্যালেন্স থেকেই চিকিৎসকদের পরামর্শ ও অন্যান্য সেবার মূল্য পরিশোধ কার যাবে, যা ডিজিটাল স্বাস্থ্যসেবায় আনতে যাচ্ছে যুগান্তকারী পরিবর্তন। সেবাটি সম্পর্কে আরো বিস্তারিত তথ্য শিগগিরই গ্রামীণফোনের ওয়েবসাইট ও মাইজিপি অ্যাপে পাওয়া যাবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম, চিফ বিজনেস অফিসার (সিবিও) ড. আসিফ নাইমুর রশিদ এবং গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনসের চিফ টেকনোলজি অ্যান্ড বিজনেস অফিসার মো. সোলাইমুন রাসেল, চিফ মার্কেটিং অফিসার (সিএমও) হাসিবুল হাসানসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, "গ্রামীণফোন সবসময়ই প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সংকল্পবদ্ধ। সুখীর মতো উদ্ভাবনী প্ল্যাটফর্মের সঙ্গে কাজের মাধ্যমে সেই সেবাকে আরো সহজে ও সাশ্রয়ী মূল্যে মানুষের কাছে পৌঁছে দিতে চাই আমরা। ডিজিটালভাবে সক্ষম একটি জাতি গঠনে বাংলাদেশের অগ্রগতিতে ধারাবাহিক উদ্ভাবন অব্যাহত রাখবে গ্রামীণফোন।"

গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশন্সের প্রধান নির্বাহী ড.আহমদ আরমান সিদ্দিকী বলেন,"গ্রামীণফোনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমরা গর্বিত। দেশের ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রসারের ক্ষেত্রে এটি এক যুগান্তকারী পদক্ষেপ। স্বাস্থ্যসেবা খাতে উদ্ভাবনী, প্রযুক্তিনির্ভর ও কার্যকর সমাধান দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সুখী। আমাদের বিশ্বাস, এই উদ্যোগের মাধ্যমে গ্রামীণফোনের বিশাল গ্রাহকগোষ্ঠীসহ দেশের বিস্তৃত জনগোষ্ঠীর কাছে সহজে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারব আমরা।“

গ্রাহকদের জন্য আরো মানসম্মত ডিজিটাল জীবধারার প্রসারে কাজ করে যাচ্ছে গ্রামীণফোন। সুখী প্ল্যাটফর্মের মাধ্যমে সবার জন্য দ্রুত ও ঝামেলাহীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পদক্ষেপটি সেই অগ্রযাত্রায় এক অনন্য সংযোজন।


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল