এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ চালিয়ে যাচ্ছে বিএনপির ৩ জন এবং জামায়াত ইসলামের ১ জন প্রার্থী । বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা হলেন - ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক এড ঃ সৈয়দ মোদাররেস আলী ইসা , কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ন সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ ও সাবেক কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি মাহাবুবুল হাসান পিংকু। এছাড়া জামায়াত থেকে মনোনয়ন প্রাপ্ত বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অধ্যাপক আব্দুত তাওয়াব ।
প্রার্থীদের পরিচিতি ও প্রচারণার বিষয়গুলো নিন্মে তুলে ধরা হলো-
ফরিদপুর-৩ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ্যাড: সৈয়দ মোদাররেস আলী ইছা । তার পিতা মরহুম এ্যাড: সৈয়দ মোশাররফ আলী ছিলেন ফরিদপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ।
এ্যাড: সৈয়দ মোদাররেস আলী ইছা রাজনৈতিক জীবনী:
তিনি ১৯৭৯ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ফরিদপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি । ১৯৮১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য, ১৯৮৪- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন বৃহত্তর ফরিদপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি , ১৯৮৫ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, ১৯৮৬ সালে ফরিদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, ১৯৮৮ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত মোট ৩১ বছর ফরিদপুর জেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন । বর্তমানে তিনি জেলা বিএনপির আহবায়ক । এছাড়া ও এডঃ মোদাররেস আলী ইসা ২০০৯ সাল থেকে চলমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ।
দীর্ঘ ৪৬ বছরের রাজনৈতিক জীবনে এরশাদ বিরোধী আন্দোলন ও স্বৈরাচারী হাসিনার আমলে অসংখ্য মামলার শিকার হন ও কারাবরণ করেন। এছাড়াও ৯৬ সালের স্বৈরাচারী হাসিনার আমলে রাজপথে গুলিবিদ্ধ হন।সাবেক প্রধান মন্ত্রীর বেয়াই ও সাবেক এলজিইডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ক্ষমতা থাকার তৎকালীন সময়ে , যুবলীগ এবং ছাত্রলীগের হেলমেট বাহিনী দ্বারা বেশ একাধিকবার এ্যাডভোকেট ইছা কে হত্যার উদ্দেশ্যে রক্তাত্ব ও জখম করা হয়। তিনি একজন জিয়াউর রহমানের পরীক্ষিত রাজনৈতিক নেতা হিসেবে ফরিদপুরের জনগন মনে করেন । এডঃ মোদাররেস আলী ইসা গত ৫ ই আগষ্টের পর থেকে ফরিদপুর সদর আসন ৩ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হয়ে গন সংযোগ অব্যাহত রেখেছে ।
মাহাবুবুল হাসান পিংকুর রাজনৈতিক জীবন :
মাহবুবুল হাসান পিংকু একজন জাতীয়তাবাদী যুবদলের পরীক্ষিত নেতা । সারাদেশে এক নামে তাকে সবাই বিএনপির আজন্ম এক নীতিবান শহীদ জিয়ার সৈনিক হিসাবে চিনে। পিংকু ছোটোবেলার হাফ প্যান্ট পরা বয়স থেকে বিএনপির জন্যে নিরবিচ্ছিন্ন কাজ করে চলেছে ! তার দীর্ঘ রাজনৈতিক জীবনে নীতি আদর্শ ত্যাগ করে সে চাইলেই অনেক ভালো থাকতে পারতো , অন্যদলের সুযোগ সুবিধা নিয়ে হতে পারতেন এম পি মন্ত্রী । হতে পারতো বিশাল অর্থকড়ির মালিক । দলের :দু:সময়ে বিশেষ করে বিগত প্রায় ১৮ বছর স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে আওয়ামী অত্যাচারে ফরিদপুরের বিএনপির অনেক নেতা যখন আন্দোলন যুদ্ধের মাঠে লাপাত্তা ঠিক সেই সময়ে এই মাহাবুবুল হাসান পিংকু মাঝে মধ্যেই হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে শহরে বিশাল বিশাল বিক্ষোভ মিছিল করে আওয়ামী নেতাকর্মীদের দুঃচিন্তায় রাখতো । রাজনীতি করতে গিয়ে ১৯৯৫ সালে তার আপনভাই সায়েখকে হারাতে হয়েছে । ২০১৪ সালে শেখ হাসিনার বেয়াই মোশাররফ হোসেন এর শাসনামলে বিএনপি দলীয় মনোনয়ন নিয়ে মোশাররফের আপন ভাই মোহতেশাম বাবরের বিরুদ্ধে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এক লক্ষ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলো কিন্তু তাকে ক্ষমতার অপব্যবহার করে মোশাররফ, বাবর গং অন্যায়ভাবে তার বিজয় ছিনিয়ে নিয়েছিলো। এছাড়া ফরিদপুরের প্রতিটি ইউনিয়নে ঈদ, পূজা, শীত ও করোনাকালীন সময়ে তিনি পাশে ছিলেন । মাহাবুবুল হাসান পিংকু ফরিদপুর সদর আসন ৩ থেকে বিএনপির হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হয়ে গন সংযোগ অব্যাহত রেখেছে এবং তাকে ফরিদপুর ৩ আসনের কম বেশি সকলেই চিনেন ।
চৌধুরী নায়াব ইউসুফের রাজনৈতিক ও পারিবারিক পরিচিতি :
ফরিদপুর সদর ৩ আসনে গণ সংযোগ করছেন সাবেক বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও ৫ বারের সংসদ সদস্য ও তিনবারের সফল মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের কন্যা কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ন সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ । তিনি তার দাদা এবং পিতার উত্তরসুরি হিসেবে ফরিদপুর ৩ আসন থেকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হয়ে ফরিদপুর ৩ আসনের ১২ টি ইউনিয়নের আনাচে কানাচে গণ সংযোগ অব্যাহত রেখেছে । চৌধুরী নায়াব ইউসুফ কোন এলাকায় প্রচার প্রচারনায় ঢুকলেই শত শত সাধারন জনগণ হাজির হয়ে যায় । তার একটি বড় পরিচয় হচ্ছে তিনি গণ মানুষের নেতা মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের কন্যা ও ফরিদপুরের জমিদার সাবেক মন্ত্রী চৌধুরী ইউসুফ আলী মোহন মিয়ার নাতনী ।
প্রফেসর আব্দুত তাওয়াবের রাজনৈতিক পরিচিতি :
ফরিদপুর ৩ আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলাম থেকে মনোনয়ন পেয়েছে জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য , বীর মুক্তিযোদ্ধা , শিক্ষানুরাগী ও সমাজসেবক অধ্যাপক আব্দুত তাওয়াব । তিনি ও ফরিদপুরের ৩ আসনের সকল ইউনিয়নে অব্যাহত ভাবে গণ সংযোগ করে যাচ্ছেন ।
উল্লেখ্য , অধ্যাপক আব্দুত তাওয়াবকে সম্প্রতি ফরিদপুর ৩ আসন থেকে তাকে চুড়ান্ত মনোনয়ন পত্র দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী ।
এমআই