আন্তর্জাতিক ডেস্ক:
বৃহস্পতিবার ভোর থেকে ইসরায়েলের নির্বিচার হামলায় গাজায় অন্তত ৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অব্যাহত বোমাবর্ষণের ফলে হতাহতের সংখ্যা আরও বাড়ছে বলে জানা গেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত কয়েক দিনে ২৯ শিশু ও বৃদ্ধ অনাহারে মারা গেছেন এবং আরও হাজার হাজার মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছেন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ৫৩ হাজার ৭৬২ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ২২ হাজার ১৯৭ জন আহত হয়েছেন। তবে সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত ধরে নিলে নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে যাবে।
এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়েছেন যে, ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়, তবে এর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা হবে।