লক্ষ্মীপুর প্রতিনিধি :
চাঁদা না দেয়ায় দুর্বৃত্তদের অতর্কিত হামলায় গুরুতর জখমের শিকার হয়েছে খুকি বেগম (৫০) নামের এক নারী। সন্ত্রাসীদের এলোপাতাড়ি কোপে তর নাকের সিংহভাগ আলগা হয়ে গেছে।বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খুকি বেগম।
ঘটনার সময় ভুক্তভোগীর গলায় থাকা সোনার চেইন দুর্বৃত্তরা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেছে তার পরিবার। ২৪ মে শনিবার ঘটনাটি ঘটেছে রামগঞ্জ উপজেলার পৌর ৪ নং ওয়ার্ড, কলচমার গ্রামে। ঘটনার দিন সকালে নিজেদের ক্রয়কৃত মাটি কেটে নতুন বাড়ি বাঁধার কাজ করতে গেলে একই বাড়ির আবুল হাশেমের ছেলে মো. রাজু (২৭) খুকি বেগম ও তার ছেলে মো. শাহাজান সাজুর কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে। তারা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দুপুর সাড়ে ১২ টায় বাড়ী ফিরলে স্বদলবলে পুনরায় মো. রাজু তাদের কাছে চাঁদা দাবি করে। বাক-বিতণ্ডার এক পর্যায়ে রাজু, আবুল হাসেম, ফরিদ হোসেন বাবু, শান্তসহ দা, ছেনি, লোহার রড সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। এসময় খুকি বেগমের গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নেয় অভিযুক্ত রাজু। এ সময় তাদের বেদড় মারধর ও এলোপাতাড়ি কোপে খুকি বেগমের নাক মুখ আলগা হয়ে যায়।
ভুক্তভোগীদের শৌর-চিৎকারে আশপাশ থেকে লোকজন ছুটে এসে গুরুতর যখম অবস্থায় খুকি বেগমকে প্রথমে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ বিষয়ে রামগঞ্জ থানায় একটি এজহার দায়ের করা।