অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ
লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ বাজার এলাকায় সরকারি জমিতে গড়ে ওঠা বহুতল ভবনসহ ২১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। নোটিশ দেয়ার পরও কেউ স্থাপনা না সরানোয় আইনি ব্যবস্থা নেয়া হয়।
বর্ষা মৌসুমের আগেই জলাবদ্ধতা নিরসনে চলমান অভিযানের অংশ হিসেবে সোমবার (২৬ মে) দুপুরে এই অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর লে. মো. ইমতিয়াজের কমান্ডে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, রসুলগঞ্জ বাজারে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের খাল ও সরকারি জমি দখল করে বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে তুলেছিলেন স্থানীয় প্রভাবশালীরা। এতে খালের স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে জলাবদ্ধতা ও পরিবেশ দূষণ সৃষ্টি হয়।
জেলা প্রশাসনের নির্দেশে দুটি ভেকু মেশিন ব্যবহার করে বহুতল ভবন, আধাপাকা ও সেমিপাকা মিলিয়ে মোট ২১টি স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান অ আ আবীর আকাশকে বলেন, ‘অবৈধ স্থাপনা সরিয়ে নিতে আগেই নোটিশ দেয়া হয়েছিল। কেউ না সরানোয় আইনি ব্যবস্থা নেয়া হয়েছে। খাল ও সরকারি জমিতে থাকা ২১টি দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।’