আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে জিলহজ মাসের ৯ তারিখ অর্থাৎ ৫ জুন বৃহস্পতিবার পালিত হবে এবারের পবিত্র হজ। এছাড়া দেশটিতে আগামী ৬ জুন শুক্রবার পবিত্র ঈদুল আজহা পালিত হবে।
মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় সৌদি কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা জানায়।
গালফ নিউজ জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয় হজ ও ঈদুল আজহার তারিখ ঘোষণা করে।
এর আগে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে ৬ জুন ঈদুল আজহা পালিত হবে।
মালয়েশিয়া-ব্রুনাইয়ে ঈদুল আজহা ৭ জুন
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, ইন্দোনেশিয়া আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করেছে। দেশটিতে কাল বুধবার ২৮ মে হবে জিলহজ মাসের প্রথমদিন। আর ঈদ হবে ৬ জুন।
তবে ইন্দোনেশিয়ায় চাঁদ দেখা গেলেও পাশের দেশ মালয়েশিয়া ও ব্রুনাইয়ে চাঁদ দেখা যায়নি। ফলে এ দুটি দেশে ঈদুল আজহা উদযাপিত হবে ৭ জুন।
সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়ে থাকে। সে হিসেবে আগামী ৭ জুন শনিবার বাংলাদেশে ঈদ পালিত হতে পারে। তবে বিষয়টি চূড়ান্ত হবে আগামীকাল বুধবার (২৮ মে) সন্ধ্যায়। সেদিন বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সেখানেই ঘোষণা দেওয়া হবে কবে বাংলাদেশে পালিত হবে ঈদুল আজহা।
জিলহজ মাসের সঙ্গে ইসলামের দুটি বড় ইবাদত সম্পৃক্ত। এর একটি পবিত্র হজ, অন্যটি ঈদুল আজহা। হজের মূল আনুষ্ঠানিকতা ৯ জিলহজ তারিখে মক্কার অদূরে পবিত্র আরাফাতের ময়দানে পালিত হয়। এদিন হজযাত্রীরা সবাই একসঙ্গে আরাফাতের ময়দানে জড়ো হন। এছাড়াও টানা কয়েক দিন চলে হজের আনুষ্ঠানিকতা।
আর পবিত্র ঈদুল আজহা পালিত হয় ১০ জিলহজ। পশু কোরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন মুসলিমরা। ঈদুল আজহাকে মুসলমানদের আত্মনিবেদন ও আত্মবিসর্জনের বড় উদাহরণ হিসেবে দেখা হয়।