ইমরান মাহফুজ
বাংলাদেশে তরুণদের মধ্যে চলমান সংকটে জীবনমুখী ভাবনার প্রবণতা বেড়েছে। আগ্রহী হচ্ছে কিছু একটা করার। এর মাঝে বিভিন্ন গ্রুপ অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। যে সময় ই-কমার্স ভাবনায় সারা দুনিয়া মাতিয়ে দিচ্ছে। সে সময় আমাদের সমাজের অনেকে না জেনে, না বুঝে শুরু করেছে অন্যের দেখায়। কেউ কেউ উত্তেজিত হয়ে "দেখিয়ে দেবো" এই খেয়ালে।
মনে রাখা ভালো, ব্যবসায়ী ও উদ্যোক্তা টার্ম আলাদা।
আপনি অনলাইনে ব্যবসা করার সিদ্ধান্ত নিলেন, না উদ্যোক্তা হবার? ধীরে বসে চুপচাপ ভেবে জানুন- প্রত্যেক বিষয়ের সম্ভাবনা সংকট আছে কিন্তু আলাদা।
উদ্যোক্তা হচ্ছে মাঠ পর্যবেক্ষণ করে নতুন ধারণা/আইডিয়া নিয়ে একটি উদ্যোগ শুরু করা। আর যিনি পুরাতন ধারণাগুলো যে কোন একটা ব্যবসা শুরু করেন তাকে ব্যবসায়ী বলে। এটা গতানুগতিক ধারা। যেমন- একজন মুদি দোকানদার ব্যবসায়ী হলেও উদ্যোক্তা নন। তিনি উদ্যোক্তা তখনই হবেন যখন তিনি মানুষের কোনো দীর্ঘদিনের সমস্যা গৎবাঁধা নিয়মের বাইরে এসে একটু ইনোভেটিভ উপায়ে সমাধান করবেন বা করার খেয়াল নিয়ে কাজ করবেন।
আর মনে রাখা জরুরী- প্রথমত টাকা লাগে ব্যবসার জন্য, উদ্যোগের জন্য দরকার আইডিয়া।
চোখ রাখলে দেখবেন অনেকেই খুব অল্প মূলধন দিয়ে যাত্রা শুরু করেছিলেন। যেমন ১ মাসের বেতনের মাত্র ১৫ হাজার টাকাকে পুঁজি করে ব্যবসা শুরু করেছিলেন আজকের সুপরিচিত অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী। বিস্তারিত জানতে গুগল সার্চ করতে পারেন।
একজন উদ্যোক্তা সাধারণত বাজারের নেতৃত্ব দেন। অর্থনীতিতে উদ্যোক্তাদেরকে উৎপাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করা হয়। উদ্যোক্তারা সাধারণত চিন্তাভাবনার সৃজনশীল হয়। আচরণে ব্যবহারে নিয়মকানুনে মনোযোগ দেয় অত্যন্ত।
যাই করেন— জীবন আপনার সিদ্ধান্ত আপনার। তবে জেনে বুঝে শুরু করেন। না হয় শুরুতে ঝাঁকুনি খাওয়ার সম্ভাবনা আছে। জীবন এক অমানবিক নিষ্ঠুর গল্পের পরম্পরায় এগিয়ে যায়। কারো কারো থেমে যায়।
তাই, দেখে ঠেকে শিখেন আগে। এক জীবন আনন্দের, কিন্তু সবার জন্য গল্প না। রক্তের রং এক গ্রুপ আলাদা!
লেখক : কবি ও গবেষক; সভাপতি, জেনারেশন ফর বাংলাদেশ।
আরও পড়ুন