নিজস্ব প্রতিবেদক।সময় জার্নাল : ঢাকার কামরাঙ্গীরচরে ইজিবাইকের ব্যাটারির চার্জার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।
শুক্রবার ভোররাত সাড়ে তিনটার দিকে কামরাঙ্গীরচরের আহসানবাগে একতলা বিশিষ্ট একটি বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- ইজি বাইকচালক আব্দুল মতিন (৪০), তার স্ত্রী ইয়াসমিন আক্তার (৩৫), তাদের দুই মেয়ে আয়শা (৫) ও মাইশা (৯) এবং ইয়াসমিনের ভাগনে রায়হান (২৫)। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এতথ্য নিশ্চিত করে জানান, দগ্ধদের চারজনের অবস্থা আশঙ্কাজনক।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ইজিবাইক বাইরে রেখে ঘরের ভেতর থেকে সেটি চার্জ দেওয়া হচ্ছিল। ভোরে সেখানে হঠাৎ বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এতে পাঁচজন দগ্ধ হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
সময় জার্নাল/আরইউ