ডেস্ক:
সরকার আজ ঘোষণা করেছে, আগামী ১ জুলাই ২০২৫ থেকে বিভিন্ন স্থায়ী সঞ্চয়পত্রের মুনাফার হারে কাটছাঁট করা হচ্ছে। এতে বিশেষ করে অবসরপ্রাপ্ত ব্যক্তি, বিধবা নারী এবং পরিবারনির্ভর বিনিয়োগকারীরা আর্থিকভাবে প্রভাবিত হবেন।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়, পেনশনার সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র এবং তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র–এসব জনপ্রিয় স্কিমে বার্ষিক মুনাফার হার কমানো হয়েছে ০.২৮% থেকে ০.৪২% পর্যন্ত।
উদাহরণস্বরূপ, পেনশনার সঞ্চয়পত্রে আগে যেখানে প্রথম বছর মুনাফার হার ছিল ১০.২৩ শতাংশ, তা কমিয়ে ৯.৮৪ শতাংশ করা হয়েছে। একইভাবে পরিবার সঞ্চয়পত্রে মুনাফার হার ১০.২০ শতাংশ থেকে কমিয়ে ৯.৮১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
এ সিদ্ধান্তের ফলে অল্প সুদেই চলা অবসরজীবী, বিধবা এবং মধ্যবিত্ত পরিবারগুলোর বার্ষিক আয় হ্রাস পাবে বলে অর্থনীতি বিশ্লেষকরা মনে করছেন।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ব্যাংক আমানতের সুদের হার বাড়ার পরেও সঞ্চয়পত্রের সুদের হার অপরিবর্তিত ছিল, যার ফলে রাষ্ট্রের ওপর দায় বাড়ছিল। তাই ব্যাংকিং খাতের সঙ্গে সামঞ্জস্য রাখতে মুনাফার হার পুনর্বিন্যাস করা হয়েছে।
তবে বিনিয়োগকারীদের অনেকে বলছেন, এই হ্রাস তাদের জন্য একরকম "আয়-নির্ভর নিরাপত্তার" ওপর আঘাত। বিশেষ করে যারা সঞ্চয়পত্রের আয় দিয়েই ওষুধ, চিকিৎসা, ভরণপোষণ চালান—তারা বড়সড় আর্থিক চাপে পড়বেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ১ জুলাই ২০২৫ থেকে নতুন বিনিয়োগকারীদের জন্য এ হার প্রযোজ্য হবে। পূর্ববর্তী সময়ে যাঁরা সঞ্চয়পত্র কিনেছেন, তাঁরা পুরোনো ঘোষিত হার অনুযায়ী মুনাফা পেয়ে যাবেন।
অর্থনীতিবিদদের মতে, এই সিদ্ধান্ত স্বল্পমেয়াদে সরকারকে রাজস্ব সাশ্রয় দিলেও, দীর্ঘমেয়াদে সাধারণ বিনিয়োগকারীদের সুরক্ষার বিষয়টি গভীরভাবে ভাবা দরকার।
একে