এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি আরব প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে করে ডাকাতরা ৪ ভরি স্বর্ণালংকার, ১৫টি কম্বল ও প্রায় ২০ কেজি ফ্রিজিং গরুর মাংস লুট করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ঘারুয়া গ্রামের সৌদি প্রবাসী বালাম শেখের বাড়িতে।
ভুক্তভোগী বালাম শেখের স্ত্রী শিখা বেগম জানান, “আমার মেয়ের অপারেশনের জন্য আমরা ফরিদপুর শহরে অবস্থান করছিলাম। সেই সুযোগে মঙ্গলবার (১ জুলাই) দিবাগত রাতে কেচিগেটের তালা ভেঙে ঘরে ঢুকে ডাকাতরা দুটি স্বর্ণের চেইন, দুটি বালা (ব্যাংলেট), দুটি নাকের দুলসহ মোট ৪ ভরি স্বর্ণালংকার, ১৫টি কম্বল এবং ২০ কেজি ফ্রিজিং গরুর মাংস নিয়ে যায়।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘারুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল মান্নান শেখ বলেন, “রাতের কোনো এক সময় আমাদের ওয়ার্ডের সৌদি প্রবাসী বালাম শেখের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শীত ও বর্ষার সময় সাধারণত এ ধরনের চুরি-ডাকাতির ঘটনা বেড়ে যায়। এসব ঘটনা থেকে আমরা মুক্তি চাই।”
একে