দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি:
সবুজ বনায়ন, পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং অক্সিজেনের প্রয়োজন মেটাতে গোপালগঞ্জ চক্ষু হসপিটাল ও প্রশিক্ষন কেন্দ্রের সাবেক সহকারি পরিচালক বিশিষ্ট সমাজ সেবক ডা.অমৃতলাল বিশ্বাসের উদ্যোগে রঘুনাথপুর ইউনিয়নের ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১ টায় রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয়ে বিনা মূল্যে গাছের চারা বিতরণের উদ্ভোধন করেন রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরোজ কান্তি বিশ্বাস। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) দুলাল চন্দ্র বিশ্বাস, মানবেন্দ্র বিশ্বাস মনু (প্রভাষক), রবীন্দ্রনাথ দাস, সীমা বিশ্বাস, হেলেন বিশ্বাস, অনুপম বিশ্বাস, অসীম বিশ্বাস সহ অন্যান্য শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এরপর উচ্চ বিদ্যালয় সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিঘারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিনপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিশলয় বিদ্যানিকেতন স্কুলের শিক্ষার্থীদের মাঝে এ গাছের চারা বিতরণ করা হয়।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় দুই হাজার চারা বিতরণ করা হয়েছে বলে জানান প্রধান শিক্ষক বিলাস চন্দ্র বাড়ৈ।