স্পোর্টস ডেস্ক:
সড়ক দুর্ঘটনায় লিভারপুল ফরোয়ার্ড ও পর্তুগাল জাতীয় দলের তারকা ফুটবলার দিয়েগো জোতা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ২৮ বছর।
দুর্ঘটনায় জোতার ভাই আন্দ্রে সিলভাও নিহত হয়েছেন। আন্দ্রের বয়স ছিল ২৬ বছর এবং তিনি পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব পেনাফিয়েলের পেশাদার ফুটবলার ছিলেন।
স্পেনের জামোরা প্রদেশে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১২টা ৩০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্পেনের সিভিল গার্ড।
তারা জানায়, জোতা ও তার ভাই একটি ল্যাম্বোরগিনি গাড়িতে করে যাচ্ছিলেন। চলন্ত অবস্থায় অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় টায়ার বিস্ফোরণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে এবং আগুন ধরে যায়।
মাত্র এক মাস আগেই জোতা দীর্ঘদিনের সঙ্গী রুতে কারদোসার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাদের সংসারে তিন সন্তান রয়েছে। ২২ জুন অনুষ্ঠিত সেই বিয়ের ছবি তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করেছিলেন।
গত মৌসুমে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন জোতা। জুনে অনুষ্ঠিত নেশন্স লিগের ফাইনালে স্পেনকে হারিয়ে পর্তুগালের জয়ের ম্যাচেও খেলেছিলেন তিনি।
বিশ্ব ফুটবলে জোতার এই অকাল প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এমআই