মো. মাইদুল ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের করোনা টিকা প্রদানের জন্য ডিপার্টমেন্টগুলোকে শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য দিতে বলা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আশরাফ হোসেন।
এদিকে বাংলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিভাগ গুলোকে শিক্ষার্থীদের তালিকা দিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভাগীয় প্রদান, শিক্ষকমন্ডলী ও সংশ্লিষ্ট কর্মচারীগণ কে জানানো যাচ্ছে যে, কোভিট-১৯ রোধকল্পে শিক্ষার্থীদের ভ্যাকসিন গ্রহণের নিমিত্তে সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে তালিকা প্রদানের জন্য অনার্স ও মাস্টার্সের বর্ষ ভিত্তিক শিক্ষার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, ক্লাস রোল ও মোবাইল নম্বর উল্লেখ পূর্বক আগামী ১৪/০৭/২০২১ তারিখের মধ্যে তালিকার হার্ড কপি ও সফট কপি জমা দানের জন্য অনুরোধ করা যাচ্ছে... বিষয়টি অতীব জরুরী।
সময় জার্নাল/এমআই