খালেদ হোসেন টাপু , রামু প্রতিনিধি:
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি রামু উপজেলা কার্যনির্বাহী পরিষদ নবায়ন করা হয়েছে। কক্সবাজার জেলা কার্যনির্বাহী পরিষদের গৃহীত কর্মসূচির আলোকে বৃহস্পতিবার (১০জুলাই) অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি নবায়ন করা হয়। নবনির্বাচিত জেলা আমীর মাওলানা আ.হ. ম নুরুল কবির হিলালীর নির্দেশনায় নবায়নকৃত উপজেলা কার্যনির্বাহী পরিষদে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন, জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।
পূনরায় মাওলানা হাফেজ আবদুর রহিম রাহীকে আমীর ও মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ আবরারীকে সাধারণ সম্পাদক করে নবায়নকৃত এ কার্যনির্বাহী পরিষদের দায়িত্বপ্রাপ্তরা হলেন, নায়েবে আমীর মাওলানা মোস্তফা, মাওলানা হাফেজ আজিজুল হক মক্কী, মাওলানা মুহিব্বুল্লাহ, মাওলানা আহমদুর রহমান, যুগ্ম সম্পাদক হাফেজ আবু বকর ছিদ্দিক, মাওলানা জসিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ দেলোয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা যায়নুল আবেদীন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াহাব, অর্থ সম্পাদক মাওলানা আতাউল্লাহ, সহ- অর্থ সম্পাদক মাওলানা আরিফুল করিম শফি, প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ আতাউল্লাহ, সহ-প্রচার সম্পাদক মাওলানা হাফেজ আতিকুর রহমান রাসেল, দফতর সম্পাদক মাওলানা হাফেজ মিজানুর রহমান, সহ-দফতর সম্পাদক মাওলানা হাফেজ সেলিম উল্লাহ, দাওয়াহ সম্পাদক মাওলানা হাফেজ মুহাম্মদ সুলাইমান, সহ-দাওয়াহ সম্পাদক মাওলানা হাফেজ ওজাইরুল হক, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাফেজ একরামুল হক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা আব্দুল করিম, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মুফতি আবদুল কুদ্দুস, কৃষিবিষয়ক সম্পাদক মাওলানা আজিজুল হক, শ্রমবিষয়ক সম্পাদক মাওলানা হেলাল উদ্দিন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মাওলানা নুরুল আবছার, যুববিষয়ক সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, ছাত্রবিষয়ক সম্পাদক মাওলানা ইদ্রিস বিন মুনির, মহিলা বিষয়ক সম্পাদক মাওলানা হাফেজ রিদওয়ানুল হক, নির্বাহী সদস্য মাওলানা আবদুর রাজ্জাক, মাওলানা আব্বাস উদ্দিন রব্বানী, মাওলানা হাফেজ নুরুল আজিম, মাওলানা হাফেজ মুনিরুল হক, মাওলানা হাফেজ রহিম উদ্দিন।
জেলা নায়েবে আমীর ও রামু উপজেলা আমীর মাওলানা হাফেজ আব্দুর রহিম রাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ করান। এসময় তিনি সংগঠনের ঈমানদীপ্ত কর্মসূচি বাস্তবায়নে নেতা-কর্মীদের একনিষ্ঠ ভূমিকা পালন করার আহবান জানান।
জেলা সহ-সাংগঠনিক সম্পাদক ও রামু উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ আবরারীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও চকরিয়া উপজেলা আমীর মাওলানা ফরিদুল হক, জেলা অর্থ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী। প্রধান বক্তা ছিলেন, জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। বিশেষ বক্তা ছিলেন, উখিয়া উপজেলা সদস্য সচিব মাওলানা মুহাম্মদ আবদুল হামিদ, জেলা ইসলামী যুবসমাজ নেতা মাওলানা মুহাম্মদ দিদারুল আলম। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুবসমাজ নেতা হাফেজ এরশাদুল্লাহ, জেলা ইসলামী ছাত্রসমাজের সাধারণ সম্পাদক হাফেজ জয়নাল আবেদীন, রামু উপজেলা সভাপতি হাফেজ মুহাম্মদ নুরুল আলম, অর্থ সম্পাদক রায়হান উদ্দিন, উখিয়া উপজেলা সদস্য সচিব আব্দুল্লাহ মাহমুদ।
একে