নিজস্ব প্রতিবেদক:
ফেনীতে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধনের ডাক দিয়েছে ছাগলনাইয়া সম্মিলিত সেচ্ছাসেবী সংগঠন।
রবিবার (১৩ জুলাই) ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের সামনে জিরো পয়েন্ট চত্বরে বিকাল ৪টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হবে।
বছর না পেরোতেই বন্যার পানীতে প্লাবিত ফেনীর শতাধিক গ্রাম। প্রতিবছর এ সময় ফেনীতে পাহাড়ি ঢল ও অপ্রতিরোধযোগ্য পানি প্রবাহের কারণে গ্রামগঞ্জ প্লাবিত হয়, ফসল, ঘরবাড়ি, রাস্তা, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার ওপর মারাত্মক প্রভাব পড়ে।
বারবার প্রকল্পের নামে অস্থায়ী ও দুর্বল বাঁধ নির্মাণ করে সমস্যার স্থায়ী সমাধানের পরিবর্তে প্রতিবছর মানুষকে দুর্ভোগের ও ক্ষয়ক্ষতির শিকার হতে হয় বলে জানিয়েছেন ছাগলনাইয়া সম্মিলিত সেচ্ছাসেবী সংগঠন। এ থেকে পরিত্রাণ পেতেই তাদের এই মানববন্ধনের ডাক।
তারা বলেন, আমরা বীর শামসের গাজীর উত্তরসূরী। ফেনীর মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে পুরো বাংলাদেশ ব্লকেড করে দেওয়া হবে।
মানববন্ধনে দলমত, ধর্ম বর্ণ, নারী-পুরুষ সেচ্ছাসেবীগণ, শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, শ্রমিক, কৃষক ও মেহনতি মানুষসহ এবং ছাগলনাইয়াবাসী সবাইকে এসে উপস্থিত হওয়ার জন্য আহবান জানিয়েছেন সংগঠনটি।
এমআই