মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি:
গেলো দুই দিন ধরে দিনাজপুরের হিলি স্থলবন্দরে কাস্টমসের সার্ভার জটিলতায় আমদানিকৃত পণ্য খালাস নিতে পারছেন না বন্দরের আমদানিকারকরা।
আমদানিকৃত কিছু কাঁচাপণ্য ম্যানুয়াল পদ্ধতিতে ছাড় দেয়া হলেও এতে প্রয়োজনের তুলনায় সময় বেশি লাগায় এবং অন্যান্য পন্য ছাড় নিতে না পারায় বিপাকে পড়েছে আমদানিকারকরা।
দ্রুত এই সমস্যা সমাধানের দাবী জানিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা।
সারাদেশেই কাস্টমসের সার্ভার না থাকায় এই সমস্যার সৃষ্টি হয়েছে বলে দাবী কাস্টমস কর্মকর্তার।
হিলি স্থলবন্দরের সিএনএফ এজেন্ট এসোসিয়েশনের যুগ্ন সাধারণ সম্পাদক এসএম বিপুল জানান ,গতকাল থেকে কাস্টমসের সার্ভার না থাকায় আমদানিকৃত পণ্যের বিলঅবএন্ট্রি সাবমিট করা যাচ্ছে না। সেই সাথে পণ্যের পরীক্ষন শুল্কায়ন ও আউটপাশ কোনটাই সম্ভব হচ্ছেনা।
সিএনএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানান, গতকাল কাঁচামরিচ ও আদা আমদানি হলেও ম্যানুয়াল পদ্ধতিতে বন্ড দিয়ে পণ্যের ছাড় নেয়া হয়েছে। আজ সকাল থেকেই সার্ভার না থাকায় একই অবস্থা বিরাজ করছে। এ অবস্থা চলতে থাকলে ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।
এমআই