আন্তর্জাতিক ডেস্ক:
সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সোয়াইদা প্রদেশে বেদুইন সুন্নি গোত্র ও দ্রুজ সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৯০ জনে পৌঁছেছে। সোমবার (১৪ জুলাই) পর্যন্ত সংঘর্ষ ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি গ্রামে। উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে সরকার সেখানে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে।
গালফ নিউজ জানিয়েছে, রোববার সোয়াইদা থেকে দামেস্কমুখী একটি প্রধান মহাসড়কে সংঘর্ষের সূত্রপাত ঘটে। স্থানীয় সূত্রের বরাতে বলা হয়, এক দ্রুজ সবজি বিক্রেতাকে বেদুইন সশস্ত্র গোষ্ঠী অপহরণ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর কয়েক ঘণ্টার ব্যবধানে তা রূপ নেয় সহিংস দাঙ্গায়।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের গ্রামগুলোতেও। সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। আহতদের অনেককে পাশের দেরা প্রদেশে স্থানান্তর করে চিকিৎসা দেয়া হচ্ছে।
এর আগে চলতি বছরের এপ্রিল ও মে মাসেও নতুন গঠিত নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে দ্রুজ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েক ডজন মানুষ প্রাণ হারায়।
দীর্ঘ সময় ধরে রাষ্ট্রের প্রতি অনুগত থাকা দ্রুজ সম্প্রদায় সাম্প্রতিক সময়ে নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। সম্প্রদায়টি নিজেদেরকে শিয়া ইসলামের একটি শাখা বলে দাবি করে এবং তাদের অবস্থান শুধু সিরিয়ায় নয়, বরং লেবানন, জর্ডান ও ইসরায়েলেও রয়েছে।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে বাশার আল-আসাদের সরকারের পতনের পর থেকে সিরিয়ার রাজনৈতিক কাঠামোয় একধরনের শূন্যতা তৈরি হয়েছে। সেই শূন্যতা পূরণে ইসলামপন্থী একটি নতুন সরকার প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে গেলেও দেশটির পরিস্থিতি এখনও চরম নাজুক। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে দমন-পীড়ন ও দাঙ্গা এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
একে