বুধবার, ১৬ জুলাই ২০২৫

বিএসটিআই’র প্রথম হালাল কসমেটিকস সনদ গ্রহণ করলো রিমার্ক

বুধবার, জুলাই ১৬, ২০২৫
বিএসটিআই’র প্রথম হালাল কসমেটিকস সনদ গ্রহণ করলো রিমার্ক

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে কসমেটিকস ও স্কিন কেয়ার পণ্য খাতে নতুন মাইলফলক সৃষ্টি করেছে রিমার্ক এইচবি লিমিটেড। দেশের প্রথম ও একমাত্র কসমেটিকস উৎপাদক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর হালাল সার্টিফিকেট আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি।

সোমবার (১৫ জুলাই) বিএসটিআইতে অনুষ্ঠিত ন্যাশনাল হালাল ল্যাবরেটরি উদ্বোধন অনুষ্ঠানে এই সনদ গ্রহণ করেন রিমার্কের এক্সিকিউটিভ ডিরেক্টর মামনুন হাসান ইমন। তিনি এ সনদ গ্রহণ করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমান এবং বিএসটিআই মহাপরিচালক (গ্রেড-১) এস এম ফেরদৌস আলম এর হাত থেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, “শিল্পখাতকে বহুমাত্রিকভাবে শক্তিশালী করতে বিএসটিআইতে অত্যাধুনিক হালাল টেস্টিং ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে। বাংলাদেশের রপ্তানি সম্ভাবনাকে কাজে লাগাতে ন্যাশনাল হালাল ল্যাবরেটরি স্থাপন একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে। এর ফলে রফতানি আরও বৃদ্ধি পাবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি।”

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিল্প সচিব মোঃ ওবায়দুর রহমান বলেন, “সারা পৃথিবীতেই দিন-দিন হালাল পণ্যের চাহিদা বাড়ছে। এমন বাস্তবতায় বিএসটিআই’র হালাল সার্টিফিকেশনের যাত্রা এবং প্রতিষ্ঠানটিতে ন্যাশনাল হালাল ল্যাবরেটরি স্থাপন একটি সময়োপযোগী সিদ্ধান্ত।”

বিএসটিআই’র মহাপরিচালক এস এম ফেরদৌস আলম রিমার্কের প্রশংসা করে বলেন, “কসমেটিকস ও স্কিনকেয়ার খাতে রিমার্কের এই অর্জন গ্লোবাল মার্কেটে আমাদের রফতানি সম্ভাবনাকে আরো বাড়াবে। রিমার্কের উৎপাদিত কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্য নির্দ্বিধায় ব্যবহারযোগ্য। বিএসটিআই’র এই সার্টিফিকেশন গ্লোবাল কোয়ালিটি স্ট্যান্ডার্ড হয়ে উঠেছে। তাই হালাল পণ্যের আন্তর্জাতিক বাজারে প্রবেশে এবং রাস্তার নিরাপত্তা নিশ্চিতকরণে এই উদ্যোগ হবে মাইলফলক।”

হালাল ল্যাবরেটরি উদ্বোধন উপলক্ষে বিএসটিআই কার্যালয়ে “হালাল পণ্যের শোকেসিং” অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এতে বিএসটিআই থেকে হালাল সনদপ্রাপ্ত ১০টি প্রতিষ্ঠান অংশ নেয়। কসমেটিকস ও স্কিন কেয়ার পণ্য উৎপাদক হিসেবে একমাত্র রিমার্ক এইচবি লিমিটেড এ প্রদর্শনীতে অংশ নেয়।

এই অর্জনের মাধ্যমে বাংলাদেশে হালাল পণ্যের মান যাচাই ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার এক নতুন দ্বার উন্মোচিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল