এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর পদযাত্রা ও পথসভা উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা এনসিপি কমিটির আয়োজনে ফরিদপুর প্রেসক্লাবের হলরুমে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপি এর ফরিদপুরের প্রধান সমন্বয়ক নীলিমা দোলা। তিনি বৃহস্পতিবারের (১৭ জুলাই) অনুষ্ঠান কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে নয়টার সময় সার্কিট হাউস থেকে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত পদযাত্রা, এরপর সকাল দশটায় জাতীয় সংগীত ও শহীদ স্মরণ, দুপুর বারোটায় পার্টি অফিস উদ্বোধন ও শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ। উক্ত কর্মসূচি সফল করতে আমাদের আমন্ত্রণ রক্ষা করে অনুষ্ঠানে উপস্থিত থেকে সাংবাদিকতা নৈতিকতা ও দায়িত্ববোধের জায়গা থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সমন্বয়ক এস এম জাহিদ, শাহেদ আহমেদ, মোঃ কামাল হুসাইন, জেলা শ্রমিক উইং এর প্রধান সমন্বয়ক এস এম জুনায়েদ জিতু, জেলা কমিটির সদস্য সোহান ইসলাম সুজাত, আবিদুর রহমান শফিক, হাবিবুর রহমান, হৃদয়় প্রমুখ।
বৃহস্পতিবার এনসিপির কর্মসূচিগুলোতে কেন্দ্রীয় কমিটির আহবায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।
একে