বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

রাজধানীতে ১৭ জুলাই থেকে কোরবানির পশুর হাট

সোমবার, জুলাই ১২, ২০২১
রাজধানীতে ১৭ জুলাই থেকে কোরবানির পশুর হাট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীতে ১৭ জুলাই থেকে বসবে কোরবানির পশুর হাট যা শেষ হবে ২১ জুলাই পর্যন্ত। তবে পশু বিক্রি শুরুর দুই দিন পূর্বে প্রস্তুতি শুরু করা যাবে।

সোমবার ( ১২ জুলাই) বিকেলে দুই সিটি করপোরেশনে মোট ২১টি স্থানে পশুর হাট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। দক্ষিণ সিটি করপোরেশনে ১টি স্থায়ী ও ১০টি অস্থায়ী এবং উত্তর সিটি করপোরেশনে ১টি স্থায়ী ও ৯টি অস্থায়ী হাট বসবে।

উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় আগামী ১৭ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে পশুর হাট পরিচালনা করা হবে।

এদিকে, দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে, ১৭ থেকে ২১ জুলাই পর্যন্ত কোরবানির পশুর হাট বসবে।

সময় জার্নাল/এমআই  


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল