সময় জার্নাল ডেস্ক:
বাজারে সবজির দাম এখনও চড়া, বিশেষ করে কাঁচা মরিচের ঝাঁজ যেন কমার নামই নিচ্ছে না। মৌসুমের শেষ ভাগে বৃষ্টি ও সরবরাহ ঘাটতির অজুহাতে কয়েক সপ্তাহ ধরেই সব ধরনের সবজি বিক্রি হচ্ছে বাড়তি দামে। এর মধ্যে সবচেয়ে বেশি ভোগাচ্ছে কাঁচা মরিচ, যা মানভেদে কেজিপ্রতি ২৪০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। ভোক্তারা বলছেন, দাম নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের অভাবে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছে।
শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির এমন বাড়তি দাম দেখা গেছে আজকের বাজারে। সেই সঙ্গে কাঁচা মরিচও বিক্রি হচ্ছে অতিরিক্ত বাড়তি দামে।
আজকের বাজারে বেগুন বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকায়, ধন্দুল ৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, কচুর লতি ৮০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, বরবটি ৮০ টাকা, করলা প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া শসা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকা, পটল ৫০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, জালি ৫০, লাউ প্রতি পিস ৬০ টাকা, আলু প্রতি কেজি ৩০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা এবং কাঁচা মরিচ মানভেদে প্রতি কেজি ২৪০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।
একে