জেলা প্রতিনিধি:
কারফিউ শিথিল, গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি
উদ্ভূত পরিস্থিতিতে গোপালগঞ্জে কারফিউ শিথিল হওয়ার পর রোববার (২০ জুলাই) ভোর ৬টা থেকে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। এ ধারা কার্যকর থাকবে রাত ৮টা পর্যন্ত।
শনিবার (১৯ জুলাই) রাত ৮টা থেকে জারি করা কারফিউ শিথিল করা হয় রোববার ভোর ৬টায়।
সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে, শিথিল সময়সীমার মধ্যে (ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত) ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই সময় জেলার কোথাও কোনো ধরনের সভা, মিছিল বা জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। তবে পরীক্ষার্থী, শিক্ষার্থী, সরকারি অফিস ও জরুরি পরিষেবাসমূহ ১৪৪ ধারার আওতার বাইরে থাকবে।
রোববার সকালে সরেজমিনে ঘুরে দেখা গেছে, কিছুটা ভীতি কাটিয়ে মানুষ জীবিকার খোঁজে ঘর থেকে বের হতে শুরু করেছে। দোকানপাটও ধীরে ধীরে খুলতে শুরু করেছে। তবে গ্রেপ্তারের আতঙ্ক এখনো কাটেনি।
গত ১৬ জুলাই এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) কর্মসূচিকে কেন্দ্র করে সংঘটিত ঘটনার পর এখন পর্যন্ত চারটি মামলার তথ্য নিশ্চিত করেছে প্রশাসন।
রোববার সকালেও শহরের বিভিন্ন রাস্তায় সেনাবাহিনীর এপিসি, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল দেখা গেছে। রাতেও জেলাজুড়ে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। তবে গ্রেপ্তারসংক্রান্ত কোনো তথ্য নিশ্চিত করেনি পুলিশ।
এমআই